দৈনিকবার্তা-ঢাকা, ১৮ সেপ্টেম্বর: প্রতিবেশী বড় অর্থনীতির সঙ্গে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক এবং আঞ্চলিক মূল্য সংযোগ চেইনে সংযুক্তি এখানে বিদেশি বিনিয়োগকে ফলপ্রসূ করবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ শেখ হাসিনা বিদেশী বিনিয়োগকারীদেরকে তাদের ব্যবসা সম্প্রসারণে বাংলাদেশের উন্মুক্ত বাজার অর্থনীতি, বিনিয়োগবান্ধব পরিবেশ, দক্ষ জনশক্তি ও কৌশলগত ভাল অবস্থানের সুবিধা নেয়ার আহ্বান জানিয়েছেন৷তিনি বলেন,বাংলাদেশের সরকার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এফডিআই আকর্ষণকে আরো বিনিয়োগবান্ধব ও সহজতর করতে বদ্ধপরিকর৷প্রধানমন্ত্রী বুধবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিনিয়োগ বোর্ড আয়োজিত আনত্মর্জাতিক বিনিয়োগ ফোরাম-২০১৪ উদ্বোধন করেন৷
বাংলাদেশকে একটি গতিশীল ও বিকাশমান অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অংশ নেয়ায় বিনিয়োগকারীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আমরা বিনিয়োগ আকর্ষণে কি কি সুবিধা দিচ্ছি তা আপনারা প্রত্যক্ষভাবে যাচাই করুন৷ বাংলাদেশ সরকারের বিনিয়োগ সুবিধা ও প্রণোদনার মাধ্যমে সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে বিনিয়োগ বোর্ড আয়োজিত এ ফোরামে ২১ দেশের ২৭৩ জন দেশী ও বিদেশী বিনিয়োগকারী যোগ দিয়েছেন৷অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, ফ্রান্স-বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির (সিসিআইএফবি) সভাপতি ও লাফার্জ সুরমা সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক আহমেদ ইএলবিএ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ অনুষ্ঠানে বক্তৃতা করেন৷ এতে সভাপতিত্ব করেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এস এ সামাদ৷
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বমন্দা ও অর্থনৈতিক মন্থরতা সত্ত্বেও বিগত দুই দশক ধরে এশিয়ার দেশগুলোর উদীয়মান অর্থনীতিগুলো ব্যাপক প্রবৃদ্ধি অর্জন করেছে৷ এরমধ্যে বাংলাদেশ গত পাঁচ বছর ধরে গড়ে ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করছে৷ তিনি বলেন, আমাদের অনেক প্রতিবেশীও নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল অর্থনীতির পথে যাত্রা শুরু করেছে৷ অধিক দেশীয় ও বৈদেশিক বেসরকারী বিনিয়োগ আকর্ষণ, আঞ্চলিক বাণিজ্য প্রবৃদ্ধি বাড়ানো এবং বিনিয়োগ ধরে রাখা চলমান অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদান রেখেছে৷ পাশাপাশি বিনিয়োগের জন্য উন্মুক্ত গতিশীল অর্থনীতিগুলো বিভিন্ন দেশকে আঞ্চলিক ও সমন্বিত উত্পাদন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে৷
দক্ষিণ এশিয়াকে বিশ্বের সবচেয়ে কম সংযুক্ত অঞ্চলগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ জনসংখ্যা থাকা সত্ত্বেও এ অঞ্চলে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ সার্বিক বৈশ্বিক বিনিয়োগের মাত্র ২ শতাংশ৷ বিশ্বে গড়ে মাথাপিছু বৈশ্বিক বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের পরিমাণ ৬৪৩ ডলার হলেও এ অঞ্চলে এর পরিমাণ মাত্র ২০ ডলার৷ এ সঙ্গে আনত্মঃআঞ্চলিক বৈদেশিক বিনিয়োগের পরিমাণ হচ্ছে বছরে গড়ে মাত্র ৩০০ মিলিয়ন ডলার৷ যা এ অঞ্চলের মোট বিনিয়োগের মাত্র ১ শতাংশ৷ অথচ দক্ষিণ এশিয়াতে বিনিয়োগকারীদের জন্য রয়েছে বাজার সুবিধা এবং মধ্যম আয়ের ক্রমবর্ধমান জনগোষ্ঠী৷ এখানে স্থানীয় ভোক্তা চাহিদা ও বহুমুখী রপ্তানী বৃদ্ধির ফলে অভ্যনত্মরীণ বাজারের সম্প্রসারণ ও বিনিয়োগ আকর্ষণীয় হচ্ছে৷ এছাড়া বাংলাদেশের মত দক্ষিণ এশীয় দেশগুলো বৈশ্বিক উন্নয়নের ধারণা থেকে শিৰা গ্রহণ করে অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে৷ তিনি বঙ্গোপসাগর প্রবৃদ্ধি ত্রিভুজের ওপর বিশেষ গুরুত্বারোপের কথা উলেস্নখ করে বলেন, এই প্রবৃদ্ধি ত্রিভূজ চীন ও জাপানসহ বাংলাদেশকে দক্ষিণ ও পূর্ব এশিয়ার প্রতিবেশীদের সাথে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে অনুঘটকের কাজ করতে পারে৷
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বাণিজ্য প্রত্যাশা সরাসরি সমুদ্রের সাথে সম্পৃক্ত৷ কিন্তু এক্ষেত্রে ভারত ও মিয়ানমারের সাথে অচিহ্নিত সমুদ্রসীমা ছিল উন্নয়নের পথে বড় ধরনের বাধা৷ বর্তমান সরকারের উদ্যোগে প্রতিবেশীদের সাথে এ বিষয়ে একটি বন্ধুত্বপূর্ণ সমাধান হয়েছে এবং সবাই তাদের প্রযোজ্য অংশ পেয়েছে৷ এখন প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানে তটরেখা থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যনত্ম বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে৷ এই সুনীল অর্থনীতি (বস্লু ইকোনমি) সমুদ্র সম্পদ ব্যবহারের অসীম সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে৷ শেখ হাসিনা এ ফোরামকে আঞ্চলিক প্রতিবেশীদের সাথে আরও নিবিড় সহযোগিতা এবং আলোচনার মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উলেস্নখযোগ্য ধাপ হিসেবে বিবেচনা করার কথা উলেস্নখ করে বলেন, বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে৷ বিশ্বখ্যাত সংস্থা গোল্ডম্যান সাচস একবিংশ শতাব্দীতে যে ১১টি দেশ বৈশ্বিক প্রবৃদ্ধিতে উলেস্নখযোগ্য ভূমিকা রাখবে তাদের মধ্যে বাংলাদেশকে অনত্মর্ভুক্ত করেছে৷ সিটিগ্রম্নপ বাংলাদেশকে গেস্নাবাল গ্রোথ জেনারেটর হিসেবে চিহ্নিত করেছে৷ গত পাঁচ বছর ধরে বাংলাদেশের সার্বভৌম ঋণমানও স্থিতিশীল রয়েছে৷
বাংলাদেশে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব বৈদেশিক বিনিয়োগ নীতি প্রবর্তন করার কথা উলেস্নখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা শতভাগ বৈদেশিক পুঁজি, অবারিত রেমিট্যান্স পলিসি এবং সহজেই মুনাফা, কারিগরি সহায়তা ফি ও রয়্যালটি ফি প্রত্যাবাসনের সুবিধা দিয়েছি৷ প্রায় সকল খাতই বৈদেশিক বিনিয়োগের জন্য উন্মুক্ত করা হয়েছে৷ তিনি বলেন, তাঁর সরকার ২০০৯ সাল থেকে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী ব্যাপক সংস্কার কর্মসূচী বাসত্মবায়ন করেছে এবং প্রণোদনামূলক বিশেষ পদক্ষেপ নিয়েছে৷ এসব পদক্ষেপের মধ্যে বিদু্যত্ ও অবকাঠামো খাতকে অগ্রাধিকার দেয়ার পাশাপাশি আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও বিশ্বমানের আইটি সেক্টর গড়ে তোলা এবং ৫টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে৷ তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে তাঁর সরকার দিন-রাত অক্লানত্ম পরিশ্রম করে যাচ্ছে৷প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বিনিয়োগ বোর্ড প্রকাশিত কিছু প্রকাশনার মোড়ক উন্মোচন করেন৷