দৈনিকবার্তা-ঢাকা, ১৬ সেপ্টেম্বর: বর্তমান সরকারের ৯ মাসে ১৩৮ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে৷মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্ন ৭৮৪ এর উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক সংসদে এ তথ্য জানান৷ প্রতিমন্ত্রী জানান, ওএসডি প্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সচিব ১ জন, অতিরিক্ত সচিব ১৪ জন, যুগ্মসচিব ৪১ জন, উপসচিব ২২ জন, সিনিয়র সহকারী সচিব ৫০ জন এবং সহকারী সচিব ১০ জন৷তিনি জানান, ১ জানুয়ারি হতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এসব কর্মকর্তাদের ওএসডি করা হয়৷
বিএনপি জোটের আমলে ৪২ জনকে বাধ্যতামূলক অবসর: বেগম সানজিদা খানমের তারকা চিহ্নিত প্রশ্ন ৭৮৩ এর উত্তরে প্রতিমন্ত্রী বলেন, কিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ৪২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে৷ বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত মাত্র ৫ জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে৷ আবদুর রউফের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বেসামরিক প্রশাসনের কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী চাকরিরত অবস্থায় মৃতু্যবরণ করলে তার পরিবারকে ৫ লাখ টাকা ও গুরুতর অবস্থায় অক্ষম হলে ২ লাখ টাকা পেয়ে থাকেন৷ জনপ্রশাসন মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ হতে এই টাকা দেওয়া হয়৷ তবে যদি কোনো কর্মকর্তা-কর্মচারী চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে কর্মচারী কল্যাণ বোর্ড হতে দাফন বাবদ ২৫ হাজার টাকা দেওয়া হয়৷ স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এই সুবিধা পান না৷
এদিকে, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, দেশের মিঠাপানিতে ২৬০ প্রজাতির মাছ ও ২৪ প্রজাতির চিংড়ি রয়েছে৷তিনি মঙ্গলবার সংসদে সরকারি সদস্য কামরুল আশরাফ খানের এক প্রশ্নের জবাবে আরও বলেন, মাছ উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে বিগত ৫ বছরে প্রায় ৩ হাজার ৫শ’ মেট্রিক টন পোনা মাছ অবমুক্ত করা হয়েছে৷৷ এ পোনা মাছ অবমুক্তির কার্যক্রমের ফলে বার্ষিক প্রায় ৭ হাজার ৫শ’ মেট্রিক টন অতিরিক্ত মাছ উত্পাদিত হচ্ছে৷ মন্ত্রী বলেন, বিগত ২০০৯-১০ থেকে ২০১৩-১৪ পর্যন্ত ৫ বছরে রাজস্ব বাজেটে মোট ৭১৫টি বিল নার্সারি স’াপিত হয়েছে৷ এ কার্যক্রম পরিচালনার ফলে দেশের উন্মুক্ত জলাশয়ে বার্ষিক প্রায় ২ হাজার মেট্রিক টন অতিরিক্ত মাছ উত্পাদিত হচ্ছে এবং জলমহালের ওপর নির্ভরশীল জেলে ও সুফলভোগীদের আয় বৃদ্ধিসহ স্থানীয় পর্যায়ে প্রাণিজ আমিষের সরবরাহ বহুলাংশে বৃদ্ধি পেয়েছে৷ মোহাম্মদ ছায়েদুল হক বলেন, বিগত ৫ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন নদ-নদী ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে ৫৩৪টি অভয়াশ্রম প্রতিষ্ঠা করা হয়েছে৷ এসব অভয়াশ্রমসহ দেশব্যাপী প্রায় ৫৫০টি অভয়াশ্রম স্থানীয় সুফলভোগীরা সফলতার সাথে পরিচালনা করছে৷
মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বিগত ৫ বছরে ১০টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রায় ৬ হাজার হেক্টর অবক্ষরিত জলাশয় মত্স্য অধিদপ্তরের আওতায় খনন করা হয়েছে৷ এসব জলাশয় উন্নয়নের ফলে বার্ষিক গড়ে প্রায় ৩ হাজার মেট্রিক টন অতিরিক্ত মাছ উত্পাদিত হবে বলে আশা করা যায়৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমল থেকে প্রাকৃতিক পোনার উত্সস্থল হালদা নদীকে রক্ষার নানামুখী কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে৷ এর ফলে ২০১২ সালে বিগত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৫৬৯ কেজি রেণু আহরিত হয়েছে৷ ২০১৪ সালে প্রথম ধাপে ৫০৮ কেজি রেণু সংগৃহীত হয়েছে৷মন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে ৩৮টি জেলার ৭৫টি উপজেলায় ১৩৬টি অবক্ষয়িত প্রাকৃতিক জলাশয় পুনঃখনন করে সেগুলোতে ১৫৪ মেট্রিক টন দেশীয় প্রজাতির পোনা অবমুক্ত করা হয়েছে৷ যার মাধ্যমে বছরে ১ হাজার ৫শ’ মেট্রিক টন দেশীয় প্রজাতির ছোট মাছের উত্পাদন বৃদ্ধি পাবে৷তিনি বলেন, ৫৭টি সরকারি মত্স্য বীজ উত্পাদন খামারে দেশীয় প্রজাতির ছোট মাছের কৃত্রিম প্রজননের ব্যবস্থা হয়েছে৷ ৬ হাজার ৪৬৬ জন চাষিকে দেশীয় প্রজাতির মত্স্য চাষ ও ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে৷