Playing It My Way-SACHIN TENDULKAR

দৈনিকবার্তা-অনিমেষ রয়(মুম্বই) ১৬ সেপ্টেম্বর : খেলা থেকে বিদায় নিয়ে আত্মজীবনী লিখতে ব্যস্ত ছিলেন ‘ক্রিকেটের ঈশ্বর’ শচীন তেণ্ডুলকর। এ বার সেই আত্মজীবনী বই আকারে প্রকাশ পাচ্ছে। ৬ নভেম্বর প্রকাশিত হবে এটি।’প্লেয়িং ইট মাই ওয়ে’ বইটিতে শচীন অকপটে লিখেছেন, তাঁর ক্রিকেট জীবনের নানা অজানা কথা। খেলার মাঠের ভিতরে ও বাইরে বিভিন্ন মুহূর্তে কী কী সমস্যা হয়েছে, কোন কোন অনুভূতি তাঁকে নাড়া দিয়েছে, এ সবই স্থান পেয়েছে বইয়ে। বইটির সহ-লেখক ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদার।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে ‘ক্রিকেটের ঈশ্বর’ জানিয়েছেন, “আমি জানি যে, নিজের জীবনের ঘটনা লিখতে গেলে আমাকে সৎ হতে হবে, যেভাবে আমি ক্রিকেট খেলে এসেছি। জনসমক্ষে বলিনি, এমন অনেক কিছু আমাকে বলতে হবে। তাই আমার শেষ ইনিংস খেলে আসার পর, শেষবারের মতো মাঠ থেকে প্যাভিলিয়নে ফিরে আমি স্মৃতিমন্থন করেছি। যত ঘটনা আমার মনে আছে, সবই লিখেছি।”  ৬ নভেম্বর মুম্বইয়ে বইটি প্রকাশ পাবে। সেই উপলক্ষে এখন থেকেই ফুটছে ক্রীড়ামোদী মহল।