দৈনিকবার্তা-ঢাকা, ১৬ সেপ্টেম্বর: ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা বিমান বিধ্বংসী অস্ত্র দিয়ে সিরিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে৷জুনে আইএস জঙ্গিরা ইরাক ও সিরিয়ার বিশাল এলাকার দখল নিয়ে ইসলামি খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয়ার পর মঙ্গলবার প্রথমবারের মত তারা এ বিমান ভূপাতিত করল৷ সিরিয়ায় গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী একটি দল একথা বলেছে৷
রাজধানী দামেস্কের ৪শ’ কিলোমিটার উত্তরপূর্বে ইসলামিক স্টেটের ঘাঁটি রাক্কা শহরে বিমানটি ভূপাতিত হয় বলে জানিয়েছেন এক অধিবাসী৷ দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মঙ্গলবার রাক্কায় ৫ টি বিমান হামলার খবর জানিয়েছে৷ সংগঠনটি পরিচালনাকারী রমি আব্দুলরহমান আইএস এর কাছের কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, বিমানটি গুলি করে ভূপাতিত করা হয়েছে৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত সপ্তাহে সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে বিমান হামলা চালানোর অনুমোদন দিয়েছেন৷ ওদিকে, ইরাকেও আইএস কে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা চলছে৷
সিরিয়ার বিমান বাহিনী রাক্কা এবং দির আল জোর প্রদেশে আইএস নিয়ন্ত্রিত অঞ্চলে প্রায় প্রতিদিনই বোমা হামলা চালাচ্ছে৷ জুনে আইএস জঙ্গিরা ইরাকের মসুল শহর দখলের পর থেকে এ বোমা হামলা চলছে৷আইএস এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে জোট গড়ছে তাতে যোগ দেয়ার প্রস্তাব দিয়েছে সিরিয়া৷ কিন্তু পশ্চিমা দেশগুলো প্রেসিডেন্ট বাশার আল আসাদের কারণে সিরিয়ার কাছ থেকে এ সহযোগিতা নাকচ করেছে৷