সাঈদীর মুক্তির দাবী জামায়াতের

দৈনিকবার্তা-ঢাকা, ১৬ সেপ্টেম্বর: বিশ্ব বরেণ্য মুফাস্সিরে কুরআন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়ার আহ্বান ও এই মুহূর্তে তাঁর মুক্তির দাবী জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ মঙ্গলবার এক বিবৃতি দিয়েছেন৷

বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেন, সরকার অন্যায়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশ্ব বরেণ্য মুফাস্সিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে দীর্ঘ দিন যাবত্‍ কারাগারে আটক রেখেছে৷ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী প্রায় অর্ধ শতাব্দী কাল যাবত্‍ বাংলাদেশসহ বিশ্বের অগণিত মানুষের নিকট কুরআনের তাফসির পেশ করে আসছেন৷ তাঁর কন্ঠে কুরআনের আহ্বান শুনে অসংখ্য মানুষ ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত হয়েছেন৷

তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার৷ মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে সরকার তাঁর বিরুদ্ধে আনত্মর্জাতিক অপরাধ আদালতে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে তাঁকে সাজা দেয়া হয়৷ তিনি যেন সরকারের কোন জুলুমের শিকার না হন সেই জন্য মহান রব্বুল আল-আমীনের কাছে দোয়া করার জন্য আমি বাংলাদেশ ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভাই-বোন ও মুসলিম বিশ্বের জনগণের নিকট তার জন্য দোয়া করার আহ্বান জানান জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ৷সেই সাথে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সরকারের নিকট জোর দাবী জানান তিনি৷

এদিকে, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, দেশের মানুষ বিশ্বাস করে দেলাওয়ার হোসাইন সাঈদী অবিলম্বে কারামুক্ত হয়ে জনতার মাঝে ফিরে আসবেন৷ বছরের পর বছর ধরে তিনি ইসলাম প্রচারে কাজ করায় ধর্মপ্রাণ মানুষেরা তাকে হৃদয়ে স্থান দিয়েছে৷ তার প্রতি কোনো অবিচার হলে জনগণ মেনে নেবে না৷

তিনি মঙ্গলবার ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত সাথী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷ স্থানীয় এক মিলনায়তনে বিকাল ৪টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়৷ জেলা সভাপতি রেজাউল ইসলাম খান সুমনের সভাপতিত্বে ও সেক্রেটারি ফয়েজ আহমদের পরিচালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আইন সম্পাদক আনোয়ারুল ওয়াদুদ টিপু ও মিডিয়া সম্পাদক রিয়াদ হোসেন রায়হান৷

শিবির সভাপতি বলেন, মাওলানা সাঈদীসহ শীর্ষ জামায়াত নেতারা সরকারের প্রতিহিংসার শিকার৷ ইসলামী আন্দোলনের এই নেতাদের নিষ্কলুষ চরিত্র সম্পর্কে সচেতন জনগণ ভালোভাবেই জানেন৷ দুর্নীতি, সন্ত্রাস, নৈতিক অবক্ষয়ের সয়লাবের মধ্যেও এই নেতারা যেভাবে আজীবন নীতির চর্চা করে আসছেন, তা স্মরণীয়৷ দেশকে সামনের দিকে এগিয়ে নিতে এ ধরণের নেতাদেরই প্রয়োজন৷ কিন্তু দুঃখজনকভাবে সরকার তাদের কারারুদ্ধ করে দেশবিরোধী ষড়যন্ত্রেই মেতে রয়েছে৷ এই ষড়যন্ত্রের ফলে দেশ আজ অবনতির দিকে ধাবিত হচ্ছে৷