Inu

দৈনিকবার্তা-ঢাকা, ১৬ সেপ্টেম্বর: ইতিহাস বিকৃত করে বিদেশিদের কাছে ধর্না দিয়ে ষড়যন্ত্র-চক্রান্তের মাধ্যমে বিএনপি নেত্রী রাজনীতিতে ফিরে আসতে চাইছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷তিনি মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন৷

সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সহ-সভাপতি মীর হোসেন আকতার, বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী ও বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ৷

৫ জানুয়ারির নির্বাচনে না এসে খালেদা জিয়া রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছেন উল্লেখ করে ইনু বলেন, এখন ফিরে আসার জন্য আবার রাজনীতির নোংরা খেলায় মেতেছেন তিনি৷তিনি আরো বলেন, ইতিহাস বিকৃতির ধারা এদেশে নতুন না৷ ৭১\’র পরাজিত শক্তি, ৭৫\’র মদদদাতারা বারবার ইতিহাস বিকৃতির খেলা খেললেও সফল হয়নি৷সমপ্রতি বিএনপি নেতা মওদুদ আহমদের লেখা বইয়ের প্রসঙ্গ নিয়েও তথ্যমন্ত্রী বলেন, তিনি ভালো লেখলেও রাজনীতি করেন খারাপ৷

তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে নিজেই নিজেকে রাজনীতি থেকে মাইনাস করেছেন৷তিনি বলেন, বেগম জিয়া গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার আত্মঘাতী সিদ্ধানত্ম নিয়েছিলেন৷ এ সিদ্ধানত্ম গ্রহণের মাধ্যমে তিনি নিজেই নিজেকে রাজনীতি থেকে মাইনাস করেছেন৷

ইনু বলেন, তিনি এখনও তার আত্মঘাতী সিদ্ধানত্মের ভুল স্বীকার না করে রাজনীতিতে ফিরে আসার চেষ্ঠা করছেন৷ এতে পুরো জাতির সাথে আমরাও উদ্বিগ্ন৷হাসানুল হক ইনু বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর দেশের রাজনীতিতে যে পরিবর্তন সূচিত হয়েছিল তা বন্ধ করার জন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া অপচেষ্টা চালিয়েছিলেন৷

তিনি বলেন, বিএনপি নেত্রী একাত্তরের ও পচাত্তরের ঘাতকদের, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের এবং বিগত সামরিক শাসকদের ষড়যন্ত্রে সৃষ্ট জঞ্জালের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন৷

ইনু বলেন, সেজন্যই গত জাতীয় সংসদ নির্বাচনকে প্রতিহত করার জন্য বেগম জিয়া জঙ্গিবাদী শক্তির সহায়তায় দেশে জ্বালাও- পোড়াও এবং মানুষ হত্যার রাজনীতি বেছে নিয়েছিলেন৷ একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার জন্য যা যা করার দরকার -তার সবই তিনি করেছেন৷

তিনি বলেন, বেগম জিয়া গত জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে জনবিচিছন্ন হয়ে পড়েছেন এবং রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছেন৷তিনি বলেন, বর্তমান সরকার নিয়মাতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করছে এবং বর্তমান সংসদের বৈধতার কোন সংকট নেই- তা কেবল দেশেই নয়, দেশের বাইরেও প্রতিষ্ঠিত সত্য৷ এ সত্যকে স্বীকার করে এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত থাকার জন্য ভুল স্বীকার করলেই কেবল বেগম জিয়া রাজনীতিতে ফিরে আসতে পারেন৷

ইনু বলেন, বেগম জিয়া তার আত্মঘাতী সিদ্ধানত্মের জন্য ভুল স্বীকার না করে মিথ্যাচার,ইতিহাস বিকৃতি,জঙ্গিবাদী শক্তির লালন,বিদেশী প্রভুদের মনোরঞ্জন এবং ষড়যন্ত্রের রাজনীতির মাধ্যমে রাজনীতিতে ফেরত আসার চেষ্টা করছেন৷

তিনি বলেন, বেগম জিয়া যাদের দিয়ে নাশকতা করেছেন, সে জঙ্গিবাদীদের পাশে রেখেছেন এবং তাদের সাথে জোট বেঁধেছেন৷ইনু বলেন, তিনি পরিবর্তিত না হওয়ায় এখনও দেশের রাজনীতিতে ফিরে আসার যোগ্যতা অর্জন করেন নি৷ কেননা দেশের মানুষ আর অন্ধকারে যাবে না৷তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে জঙ্গিবাদ থেকে রক্ষা করবে৷