National Univercity

দৈনিকবার্তা-গাজীপুর, ১৬ সেপ্টেম্বর: জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত কলেজ শিৰকদের বিল পরিশোধে ডাটা বেইজ তৈরীর কার্যক্রম শুরম্ন হয়েছে৷ জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও পরীৰা সংক্রানত্ম সকল কাজে নিয়োজিত কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানের শিৰকগণের ডাটাবেইজ তৈরির লৰ্যে Teachers’ Management Information System (TMIS) শিরোনামে একটি সফটওয়্যার তৈরি করে http://www.nubd.info/tmis লিংকে দেয়া হয়েছে৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপৰ সংশিস্নষ্ট সকল অধ্যৰ, উপাধ্যৰ এবং অন্যান্য শিৰকগণকে এই সফটওয়্যারে নাম অনত্মভর্ুক্তির জন্য অনুরোধ জানিয়েছে৷ উলেস্নখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সফটওয়্যারের জন্য সোনালী ব্যাংকের যে কোন শাখায় একটি ব্যাংক একাউন্ট থাকা আবশ্যক হবে৷ ডাটাবেইজ তৈরির পর শিৰকগণের বিল, সম্মানী, পরীৰার পারিতোষিক ইত্যাদি তাদের ব্যাংক একাউন্টে সোনালী ব্যাংকের ‘সোনালী সেবা’র মাধ্যমে সরাসরি পরিশোধ করা হবে৷ সফটওয়্যারে নাম অনত্মভর্ুক্তি ও একাউন্ট খোলার সর্বশেষ তারিখ আগামী ৩০ অক্টোবর৷ এরপর ব্যক্তি পর্যায়ে কোন বিল গ্রহণ বা পরিশোধ করা হবে না৷ ডাটাবেইজে নাম অনত্মভর্ুক্তির জন্য সংশিস্নষ্ট সকলকে http://www.nubd.info/tmis লিংকে ভিজিট করার জন্য বলা হয়েছে৷ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম মঙ্গলবার ওই তথ্য জানিয়েছেন৷