দৈনিকবার্তা-মংলা, ১৫ সেপ্টেম্বর: সুন্দরবনের চরাপুটিয়া এলাকা থেকে মু্ক্তিপণের দাবীতে ২৯টি নৌকা সহ প্রায় অর্ধশতাধিক জেলেকে অপহরণ করেছে বনদসু্য রাঙ্গা বাহিনী৷ জেলে-মহাজন সূত্র জানায়, পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের চরাপুটিয়া ফরেস্ট ক্যাম্প সংলগ্ন ১ নম্বর খালে কাকড়া আহরণে নিয়োজিত থাকা জেলেদের উপর রবিবার বিকেলে ও সন্ধ্যায় দু’দফা হামলা চালায় বনদসু্য রাঙ্গা বাহিনী৷
এ সময় দসু্যরা মুক্তিপণের দাবীতে ২৯ টি নৌকা সহ অর্ধশতাধিক জেলেকে অপহরণ করে নিয়ে যায়৷ প্রতিটি নৌকায় ২ জন করে জেলে ছিল বলে জানায় জেলে-মহাজনেরা৷ মুক্তিপণ আদায়ের জন্য দসু্যরা অপহৃত জেলেদের বনের তাম্বুলবুনিয়া ও ধনছিয়ারচরে জিম্মি করে রেখেছে বলে অপহৃত জেলেদের বরাত দিয়ে জানিয়েছে জেলে, মহাজন এবং তাদের স্বজনেরা৷ অপহৃত জেলেদের বাড়ী মংলার জয়মনি, বৈদ্যমারী, চিলা ও বাশতলা এলাকায়৷
জেলে অপহরণের বিষয়ে চাদপাই রেঞ্জ কর্মকতর্া (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ বলেন, অপহরণের খবর জেলেরা বনবিভাগসহ প্রশাসনকে জানাতে চায়না৷ তারা গোপনে দসু্যদের সাথে যোগযোগ করে তাদের লোকজন ছাড়িয়ে নেয়৷ যার ফলে সময় মত খবর পাওয়া যায়না৷ এদিকে অপহৃত জেলেদের উদ্ধার ও দসু্য দমনে কোস্ট গার্ড সদস্যরা রবিবার দিনভর বনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে৷ চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্ট গার্ড৷