Refugee-boat-sinks-at-Libyan-coast

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ সেপ্টেম্বর: লিবিয়ার ভূ-মধ্যসাগরীয় উপকূলে রোববার অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে৷ এতে বহু লোক নিখোঁজ রয়েছেন এবং তারা মারা গেছেন বলে আশংকা করা হচ্ছে৷

লিবিয়ার নৌ-বাহিনীর মুখপাত্র কর্নেল আইয়ুব কাসেম সোমবার বার্তা সংস্থা এএফপি’কে বলেন, নৌকাটি প্রায় ২শ’ আফ্রিকান অভিবাসী নিয়ে লিবিয়ার উপকূলে ডুবে যায়৷ এরপর ৩ নারীসহ ৩৬ জনকে উদ্ধার করা হয়৷ নৌকাটি ইউরোপের উদ্দেশে লিবিয়া উপকূল ছেড়ে যাচ্ছিল৷নিখোঁজ ব্যক্তিরা মারা গেছেন বলে আশংকা করা হচ্ছে৷ অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে ত্রিপোলির উত্তরে তাজৌরা এলাকার কাছে নৌকাটি ডুবে যায় বলে তিনি উল্লেখ করেন৷

তিনি বলেন, সাগরে অনেক লাশ ভাসতে দেখা গেছে৷ তবে প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাবে বিশেষ করে অন্ধকার ঘনিয়ে আসায় লাশগুলো উদ্ধার করা যায়নি৷ কিন্তু উদ্ধার তত্‍পরতা চলছে৷অস্থিরতা ও রাজনৈতিক সংকটের কারণে সাহার মরম্নভূমি অঞ্চলের দেশগুলোর হতদরিদ্র মানুষগুলো প্রায়ই লিবিয়া-ইতালি নৌরম্নট হয়ে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করে৷ কিন্তু সাগরের উত্তাল ঢেউ অনেক সময় তাদের স্বপ্নের সলিল সমাধি রচনা করে৷