???????????????????????????????

দৈনিকবার্তা-গাজীপুর, ১৫ সেপ্টেম্বর: গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ভূমি সম্প্রসারণ উদযাপন অনুষ্ঠান সোমবার আনন্দ মুখর পরিবেশে পালিত হয়েছে৷ ‘আলোকিত ভূমি সম্প্রসারণে উদ্ভাসিত ডুয়েট ডে’ সস্নোগানকে সামনে রেখে নেচে, গেয়ে, কেক কেটে ও পায়রা উড়িয়ে পালন করা হয় চার পর্বের বিশেষ উত্‍সবের৷ সোমবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন৷ বিকেলে শহীদ আহসান উলস্নাহ মাস্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ ক ম মোজাম্মেল হক এমপি৷ পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের ডীন, যন্ত্র কৌশল অনুষদ ও সভাপতি, শিক্ষক সমিতি অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী৷ আলোচনা সভায় পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ নুরম্নল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ আনওয়ারম্নল আবেদীন, সহযোগী পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেম, ডুয়েট আন্দোলনের নেতা পুলক কানত্মি বড়ুয়া, ছাত্র নেতা আবদুলস্নাহ আল মাসুমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা , কর্মচারী ও শিক্ষার্থী এবং আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

???????????????????????????????

এর আগে সকালে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ঐতিহ্যবাহী ডুয়েট ডে র্যালী বের হয়৷ র্যালীতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন৷ এরপর অনুষ্ঠিত হয় জাগরণের ইতিহাস প্রদর্শনী৷

দিনব্যপী কর্মসূচির শেষ পর্বে সন্ধ্যায় ডুয়েট শিক্ষার্থর্ীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান৷ এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় প্রধান গণিত বিভাগ ও পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) অধ্যাপক ড. মোঃ সিরাজুল হক মোলস্না৷