দৈনিকবার্তা-ঢাকা, ১৫ সেপ্টেম্বর: ঈদ-পূজায় চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্সে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷এ দুই উত্সবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সে ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী৷ঈদ-উল-আযহা এবং দুর্গা পূজাকে সামনে রেখে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে একথা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী৷
ঈদে পশু ও যাত্রীবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে করণীয় সম্পর্কে জানতে চাইলে আজাদুজ্জামান বলেন, এখন পরিস্থিতি ভিন্ন৷ আমরা চাঁদাবাজি নিয়ন্ত্রণে রেখেছি৷ এবার আরো নিয়ন্ত্রণে রাখব৷ আমাদের লক্ষ্য জিরো টলারেন্স৷
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দু’টি উত্সব মানুষ যাতে নির্বিঘ্নে করতে পারে সেজন্য নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে৷আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুতি নিয়েছি৷
এছাড়া র্যাবের নিয়মিত টহল আরো জোরদার করবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, গোয়েন্দা সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত থাকবে৷ নৌপথে নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌপুলিশের নতুন ইউনিট দায়িত্ব পালন করবে৷
গতবারের মতো এবারও হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করবে জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এবার হাইওয়েতে ওয়াচ টাওয়ার বসানো হবে, যাতে যান চলাচল সুষ্ঠু থাকে৷ এছাড়া নিয়মিত টহলে থাকবে হাইওয়ে পুলিশ৷ দুর্ঘটনায় উদ্ধারকাজে বিভিন্ন সড়কে ফায়ার সার্ভিসকর্মীরা প্রস্তুত থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পূজার সময় বুড়িগঙ্গা নদীতে তাদের একটি স্পেশাল ফোর্স কাজ করবে৷
ঈদে পশুর হাটগুলোতে মলম পার্টির হাত থেকে রক্ষা এবং পশু ও চামড়াবাহী যানবাহন যাতে কোনো সমস্যায় না পড়ে সেজন্য নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে৷জাল নোট দিয়ে যাতে বিক্রেতারা প্রতারিত না হয় সেজন্য ডিটেকশন মেশিন বসানো হবে বলে জানান আসাদুজ্জামান৷বৈঠকে স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক, পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন৷