দৈনিকবার্তা-ঢাকা, ১৪সেপ্টেম্বর: রাজধানীর কদমতলী থানার গাড়ি ভাংচুর ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া সংক্রান্ত একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীরসহ ৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত৷ রোববার কদমতলী থানার ১৭(১২)/১২ নম্বর মামলাটির চার্জশিট আমলে গ্রহণ করে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইউনূস খানের আদালত৷
গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা ফখরুলের অন্যতম আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ৷রাজধানীর কদমতলী থানায় ২০১২ সালের ডিসেম্বরে অবরোধ কমর্র্সূচির সময় গাড়ি ভাংচুরের অভিযোগে করা এই মামলায় রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার মহানগর হাকিম ইউনুস খান৷
ঢাকার আদালতে কর্তব্যরত পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, এই মামলার এজাহারে ফখরুল আসামি ছিলেন না৷ তবে অভিযোগপত্রে আসামির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়৷অভিযোগপত্র দেওয়ার পর বিএনপি নেতা আদালতে আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তারে এই পরোয়ানা জারি হল৷
বিএনপির মুখপাত্র ফখরুল চিকিত্সার জন্য বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন৷ তার অনুপস্থিতিতে গ্রেপ্তারের আদেশ দিল আদালত৷নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির আন্দোলনে গাড়ি ভাংচুর, পুলিশের কাজে বাধা দেওয়াসহ নানা অভিযোগে অন্তত তিন ডজন মামলার আসামি করা হয়েছে ফখরুলকে৷
প্রতিবেদক/ জিএম/ ফোকাস বাংলা/ ১৮৩০ ঘ.