দৈনিকবার্তা-ঢাকা, ১৪সেপ্টেম্বর: মালিবাগের রেলগেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ এবং স্থানীয় জনতার মধ্যে সংঘষের্র ঘটনা ঘটেছে৷ রোববার বেলা ২টার দিকে মালিবাগ রেলক্রসিং থেকে মগবাজার ওয়ারলেস রেলক্রসিং এলাকা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে৷
মালিবাগ-মগবাজারে রেলওয়ের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষের ওপর হামলা চালিয়েছে স্থানীয় বস্তিবাসীরা৷ এ সময় তারা উচ্ছেদকারীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে৷ রোববার দুপুরে মালিবাগ-মগবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে৷মালিবাগের একটি বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে রেলওয়ে পুলিশের সঙ্গে স্থানীয় জনতা এ সংঘর্ষে লিপ্ত হয়৷ উত্তেজিত জনতা এসময় একটি বুলড্রুজারের কাচ ভেঙে ফেলে৷ গত বৃহস্পতিবার সকালে কাওরানবাজার রেলক্রসিংয়ে রেলে কাটা পড়ে ৪ জন মারা যায়৷ এর পর থেকেই ওই এলাকার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নামে কর্তৃপক্ষ৷
কমলাপুর থানার এসআই রফিকুল ইসলাম বলেন, বস্তিবাসীকে উস্কানি দেওয়া হয়েছিল যে, বস্তি ভেঙ্গে দেওয়া হবে৷ এ জন্য তারা আমাদের ওপর হামলা করেছিল৷ পরবর্তীতে তাদের সাথে আমরা বসে বিষয়টি সুরাহা করি৷ আমরা তাদের বুঝাতে সক্ষম হয়েছি যে আমরা শুধু অবৈধ স্থাপনা ভাঙ্গবো কিন্তু বস্তি ভাঙ্গা হবে না৷এদিকে, উচ্ছেদ অভিযানে আনুমানিক এক হাজার দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলেও তিনি জানান৷
টানা তৃতীয় দিনের মতো রাজধানীর রেললাইনের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথভাবে অভিযান চালাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশ৷ ঢাকা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, মালিবাগ রেলগেট থেকে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়৷ চলে দুপুর পর্যন্ত৷
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজার সংলগ্ন রেলক্রসিংয়ে রেল দুর্ঘটনায় চারজন নিহত হয়৷ গুরুতর আহত হয় আরও পাঁচজন৷এ ঘটনার পরের দিন শুক্রবার কারওয়ান বাজার সংলগ্ন রেললাইনের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়৷