David Haines-isis

দৈনিকবার্তা-ঢাকা : যুক্তরাষ্ট্রের দুই সাংবাদিকের পর এবার এক ব্রিটিশ ত্রাণকর্মীর শিরশ্ছেদ করার দাবি করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা৷ শনিবার রাতে জিহাদিদের ওয়েবসাইটে এ ধরণের একটি ভিডিও পোস্ট করার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এর তীব্র নিন্দা জানিয়ে একে ‘শয়তানের কাজ’ বলে অভিহিত করেছেন৷

রোববার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, জিহাদিদের ওয়েবসাইটে প্রকাশিত ওই ভিডিওতে ডেভিড হেইন্স (৪৪) নামের এক ব্রিটিশ ত্রাণকর্মীর শিরশ্ছেদ করার দাবি করা হয়৷ ভিডিওতে দেখা যায়, মুখোশধারী এক জঙ্গি হেইন্সের শিরশ্ছেদ করছে৷ এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে তৃতীয় শিরশ্ছেদের ঘটনা ঘটল৷স্কটল্যান্ডে জন্ম নেয়া হেইন্সকে ২০১৩ সালের মার্চ মাসে সিরিয়ায় অপহরণ করা হয়৷ তিনি একটি আনত্মর্জাতিক ত্রাণসহায়তাকারী প্রতিষ্ঠানে কাজ করতেন৷

British David hainse_beheading-ISILজঙ্গিরা তাদের ওয়েবসাইটে ‘যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতি বার্তা’ শিরোনামে ওই ভিডিও প্রকাশ করে৷ ভিডিওটির সময়কাল ২ মিনিট ২৭ সেকেন্ড৷ ভিডিওটিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরাকে আইএস জঙ্গিদের বিরম্নদ্ধে হামলার জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নিন্দা করা হয়৷ এক শিরশ্ছেদকারী ব্রিটিশ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলে, ‘ইসলামিক স্টেটের বিরম্নদ্ধে যুদ্ধ করতে আপনি স্বেচছায় যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট বেঁধেছেন৷ আপনার পূর্বসূরি টনি ব্লেয়ারও এমনটা করেছিলেন৷ যুক্তরাষ্ট্রকে না বলার সাহস ব্রিটিশ প্রধানমন্ত্রীদের নেই৷

ভিডিওটি দ্রুতই তদনত্ম করে দেখা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়৷এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন) শিরশ্ছেদের ঘটনায় নিন্দা জানিয়ে একে শয়তানের কাজ বলে অভিহিত করেন৷ তিনি বলেন, যতই সময় প্রয়োজন হোক না কেন,হত্যাকারীকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে৷ভিডিওতে জঙ্গিদের হাতে জিম্মী অপর এক ব্রিটিশ নাগরিককে হত্যারও হুমকি দেয়া হয়েছে৷

এর আগে ইরাকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে আমেরিকার বিমান হামলার প্রতিবাদে দুই মার্কিন সাংবাদিক জেমস ফলি ও স্টিভেন স্টলফের শিরশ্ছেদ করে সংগঠনটির জঙ্গিরা৷ আইএস জঙ্গিরা গত কয়েক মাসে সিরিয়া ও ইরাকের বিসত্মীর্ণ এলাকা দখল করে ইসলামি খেলাফত কায়েমের ঘোষণা দিয়েছে৷