Jabi-news-23

দৈনিকবার্তা-জাবি, ১৪সেপ্টেম্বর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৪২ বছরের মধ্যে এই প্রথম পূর্ণাঙ্গ মেডিক্যাল সেন্টার উদ্বোধন করা হয়েছে৷ রোববার সকাল সাড়ে দশটায় দশটায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত মেডিক্যাল সেন্টার উদ্বোধন করেন৷

বিশ্ববিদ্যালয়ের অপূর্ণাঙ্গ মেডিক্যাল সেন্টারের পাশে চার তলা ফাউন্ডেশনের বহুল প্রত্যাশিত এই মেডিক্যাল সেন্টার উদ্বেধনকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর শিক্ষা, গবেষণা এবং ভৌত অবকাঠামোগত অনেক বিসত্মৃতি ঘটেছে৷ কিন্তু মেডিক্যাল সেন্টারটির কোনো পরিবর্তন হয়নি; অথচ সবাই চিকিত্‍সার প্রয়োজনে এই মেডিক্যাল সেন্টারে ছুটে আসে৷ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের জন্য একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল সেন্টার প্রতিষ্ঠা অপরিহার্য ছিলো৷

চিকিত্‍সার প্রয়োজনীয় যন্ত্রপাতিও ক্রয় করা হবে৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যৰ অধ্যাপক ড. আবুল খায়ের, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, প্রধান মেডিক্যাল অফিসার ডা. এটিএম আবদুল হান্নান প্রমুখ৷উল্লেখ্য, প্রাথমিক অবস্থায় ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে মেডিক্যাল সেন্টারের এক তলা নির্মাণ করা হয়েছে৷ গত বছরের ২৩ মার্চ এর নির্মাণ কাজ শুরম্ন হয়েছিলো৷