index

দৈনিকবার্তা-ঢাকা, ১৪সেপ্টেম্বর: মালয়েশীয় এয়ারলাইন্সের একটি ফ্লাইট অটো-পাইলট সিস্টেমে সমস্যা দেখা দেয়ায় সেটি ফিরে যেতে বাধ্য হয়েছে৷ রবিবার ভোরের দিকে এই ঘটনা ঘটে৷ খবর: এএফপির৷এমএইচ১৯৮’র ফাইটটি শনিবার রাতে কুয়ালালামপুর থেকে ভারতের হায়দ্রাবাদে উদ্দেশ্যে ছেড়ে আসে৷ কিন্তু বোয়িং ৭৭৭-৮০০ বিমানটি অটো-পাইলট সমস্যার কারণে ফিরে যায়৷

এয়ারলাইন্সের বিবৃতিতে বলা হয়, এই ক্রুটির কারণে বিমানে থাকা যাত্রীদের কোনো ক্ষতি হয়নি৷ নিরাপত্তাজনিত বিবেচনায় বিমানের ক্যাপ্টেন ফিরে আসার সিদ্ধান্ত নেন৷ অন্য বিমানে করে রবিবার এই ফাইটি পুনরায় যাত্রা করে৷

চলতি বছর মালয়েশীয় এয়ারলাইন্সের দুইটি বিমান দুর্ঘটনার কারণে সংস্থাটি আলোচনায় এসেছে৷ গত ৮ মার্চ ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয় এমএইচ৩৭০ ফ্লাইটটি৷ বিমানটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে এমন ধারণা করা হলেও সেখানো কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি৷

অন্যদিকে গত ১৭ জুলাই ২৮৯ জন যাত্রী নিয়ে এমএই১৭ ফ্লাইটটি পূর্ব ইউক্রেন সীমান্তে বিধ্বস্ত হয়৷ মনে করা হচ্ছে বিমানটি ক্ষেপনাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে৷