Hannan Shaw1দৈনিকবার্তা-ঢাকা,১৩সেপ্টেম্বর: ২০১৪ সালের মধ্যেই দেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ৷তিনি বলেন, আগামী ২০৪১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকার যে স্বপ্ন দেখছে তা কখনো সফল হবে না৷ জনগণ তাদের দুঃশাসনকে প্রত্যাখান করেছে৷

শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে এক নাগরিক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ আমার দেশ প্রেস খুলে দাও, মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাও- স্লোগানে স্বাধীনতা প্রজন্ম, বাংলাদেশ এ মানববন্ধনের আয়োজন করে৷

হান্নান শাহ বলেন, বর্তমান সরকার অন্যায়ভাবে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার উপর নির্যাতন করছে৷ সরকার আইনের শাসনে বিশ্বাসী নয়৷বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেন, বর্তমান সরকার কালা-কানুন করে বাকশাল কায়েমের চেষ্টা করছে৷

হান্নান শাহ বলেন, এ সরকারের কাছে কেউ নিরাপদ নয়৷ সাংবাদিক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ আজ নিরাপদে বসবাস করতে পারছে না৷ ঘরে থাকলে গুম আর বাইরে থাকলে খুন- এ সরকারের এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে৷শুধুমাত্র রোষানলের শিকার হয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে সরকার বন্দি করেছে- এ অভিযোগ করে হান্নান শাহ বলেন, তার অপরাধ তিনি সত্য কথা সত্যভাবেই উপস্থাপন করেছেন৷ তিনি কারাগারে গিয়েও এ সরকারের সঙ্গে কোনো অবস্থায় আপোস করেননি৷ বরং তিনি গণতন্ত্রের জন্য একজন আপোসহীন সংগ্রামী মানুষ হিসেবে আমাদের সকলের কাছে উপমা হয়ে আছেন৷ যে মানুষটি বছরের পর বছর অন্যায়ভাবে কারাভোগ করছেন, কিন্তু জামিনের জন্য আবেদন পর্যন্ত করছেন না সেই সরকার কতটা ফ্যাঁসিবাদী তা আপনারা উপলব্ধি করতে পারেন৷

মাহমুদুর রহমানের মুক্তি তখনই হবে, যখন আমরা এই দুঃশাসনের সরকারকে পতন ঘটাতে পারবো বলেও মন্তব্য করেন তিনি৷অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি৷

সংগঠনের প্রধান সমন্বয়কারী এস এম সায়মন কামালীর সভাপতিত্বে মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাড. রফিক শিকদার, শাম্মী আকতার, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, সিলেট মাহমুদুর রহমান মুক্তি আন্দোলনের আহবায়য়ক কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমেদ, আমার দেশ পত্রিকার রিপোর্টার মাহমুদা ডলি, জাসাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন, বন্ধু দলের সভাপতি শরীফ মোস্তফা জামান লিটু, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, ডেমোক্রেটিক ইয়ুথ ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ অলিউর রহমান, ছাত্রনেতা মনিরুজ্জামান মনির, সায়মন কবির শাওন, আশরাফ রহমান অপু, আল আমিন শেখ, তানজিলা আরিফিন এলিনা, শহীদুল ইসলাম শহীদ প্রমুখ৷