Education Minister Nahidদৈনিকবার্তা-ঢাকা, ১৩সেপ্টেম্বর: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মধ্যম আয়ের বাংলাদেশ গড়তে শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তি অনত্মভর্ুক্তির মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে৷তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের পর্যায়ে নিয়ে যেতে নতুন প্রজন্মই হবে আমাদের অন্যতম হাতিয়ার৷ তাই তাদেরকে শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর লৰ্যে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷

শনিবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) সভাকক্ষে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘আইসিটি ইন এডুকেশন মাস্টারপস্নান রিভিউ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা সচিব ড. মোহাম্মদ সাদিক৷শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কলেজ) স্বপন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, এটুআই প্রকল্পের পলিসি এডভাইজার আনির চৌধুরী, যুগ্ম-সচিব মো: রফিকুজ্জামান, আইসিটি প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রোগ্রাম) ফজলুর রহমান ভঁূইয়া প্রমুখ বক্তৃতা করেন৷

শিক্ষামন্ত্রী বলেন, সরকার ২০০৯ সাল থেকে শিক্ষাব্যবস্থায় আইসিটি মাস্টারপ্লান প্রণয়নের উদ্যোগ নিয়েছে৷ ইতোমধ্যে বিভিন্ন শ্রেণিতে আইসিটি শিৰা বাধ্যতামূলক করা হয়েছে৷ শিক্ষা মন্ত্রণালয়, দপ্তর-অধিদপ্তরসমূহ, শিৰা বোর্ডসমূহে বিভিন্ন রকমের আদেশ-নির্দেশ, সার্কুলার, নিয়োগ-বদলি-প্রমোশন, পরীৰার ফল, পুন:নিরীক্ষা, রেজিস্ট্রেশনসহ সব কাজ এখন অনলাইনে সম্পাদিত হচ্ছে৷ মানুষের ভোগানত্মি, অর্থ ব্যয় সবই কমেছে৷

তিনি বলেন, আমাদেরকে বিশ্বের উন্নয়নের সাথে তাল মেলাতে হবে৷ আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্বমানের শিৰায় শিক্ষিত করতে হবে৷ প্রযুক্তি ব্যবহারে পারদর্শী করতে হবে৷ তাদেরকে আধুনিক উন্নত বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে৷ এজন্য আমাদের শিক্ষা প্রশাসন, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সকলকে চিনত্মা-চেতনা-মনন ও ধ্যান-ধারণায় যুগোপযোগী পরিবর্তন আনতে হবে৷