index

দৈনিকবার্তা-ঢাকা, ১৩সেপ্টেম্বর: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন,বাংলাদেশের প্রতিটি সেক্টরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে৷তিনি বলেন, বাংলাদেশের জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান খাত তৈরী পোশাক শিল্পে ৪ মিলিয়ন কমর্ীর ৯০ শতাংশই নারী৷জাপানের প্রধানমন্ত্রী শিন্জো আবের আমন্ত্রণে জাপান সফরের দ্বিতীয় দিনে শনিবার স্পিকার ওয়ার্ল্ড এ্যাসেম্বলী ফর ওমেন, টোকিও-২০১৪ শীর্ষক সম্মেলনের উ”চ পযর্ায়ের গোল টেবিল বৈঠকে এ কথা বলেন ৷

জাপানের প্রধানমন্ত্রী শিন্জো আবে গোল টেবিল বৈঠকের উদ্বোধনী সেশনে যোগদান করেন৷জাপানের প্রধানমন্ত্রী জাতীয় অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের উপর গুরুত্বারোপ করেন৷

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গোল টেবিল বৈঠকে নারী ৰমতায়নে বাংলাদেশের অর্জন সংক্রানত্ম অভিজ্ঞতা বিনিময় করেন৷ তিনি বলেন, বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক নারী রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত৷ দুই যুগের অধিক সময় যাবত্‍ বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী ক্ষমতায় রয়েছেন৷ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতাসহ গুরম্নত্বপূর্ণ অনেক মন্ত্রনালয়ের দায়িত্বে নারীরা রয়েছেন৷উদ্বোধনী সেশনে অন্যান্যের মধ্যে ইউএনডিপি’র প্রশাসক হেলেন ক্লার্ক, ইউএন ওমেন এর নির্বাহী পরিচালক ফোমজেলিমেম্বো-এনগোকা বক্তব্য রাখেন৷

পরে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘নারীর আত্ম-প্রত্যয় নিশ্চিত করা একটি সমাজ’ শীর্ষক বিষয় ভিত্তিক আলোচনা সভায় অংশগ্রহণ করেন৷

আলোচনা সভায় স্পিকার আত্ম-প্রত্যয় বৃদ্ধিতে নারীর আর্থ-সামজিক ও রাজনৈতিক ৰমতায়নের উপর গুরম্নত্বারোপ করেন৷ তিনি বলেন, উন্নয়ন কর্মকান্ড, ব্যবসায়িক কার্যক্রম এবং রাজনৈতিক সিদ্ধানত্ম গ্রহণে নারীদের আরো সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন৷বিষয় ভিত্তিক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে চেরি-বেস্নয়ার ফাউন্ডেশন ফর উইমেন এর প্রতিষ্ঠাতা চেরি বেস্নয়ার, ফিলিপাইনের সিনেটর লরেন লেগারডা আলাচনায় অংশগ্রহণ করেন৷

জাপানের প্রধানমন্ত্রী শিন্জো আবে এবং পররাষ্ট্র মন্ত্রী ফোমিও কিশিডা আলোচনা সভায় উপস্থিত ছিলেন৷স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিকেলে জাপানের পররাষ্ট্র মন্ত্রী ফোমিও কিশিডার সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড এ্যাসেম্বলী ফর ওমেন, টোকিও-২০১৪’ শীর্ষক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷রোববার সকালে স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরীর জাপানের সোফিয়া ইউনিভর্াসিটিতে একটি সংলাপে অংশগ্রহণের কথা রয়েছে৷