দৈনিকবার্তা-ঢাকা, ১৩সেপ্টেম্বর: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ ও পূজা সামনে রেখে যাত্রা নির্বিঘ্ন করতে সড়কের পাশে পশুর হাট বসতে দেয়া হবে না৷শনিবার রাজধানীর উত্তরায় ট্রাফিক আইন নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি৷
ওবায়দুল কাদের বলেন, ঈদ ঘিরে ফিটনেসবিহীন কোনো গাড়ি ঢাকায় ঢুকতে দেয়া হবে না৷ ঈদ ও পূজা সামনে রেখে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে৷ রাস্তাগুলোকে চলাচলের উপযোগী করা হচ্ছে৷
ফিটনেসবিহীন গাড়িতে যাতে কোরবানির পশু পরিবহন না করা হয় সে ব্যাপারে মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে কথা হয়েছে৷
তিনি বলেন,পশুসহ গাড়ি রাস্তায় আটকে থাকলে যানজটের সৃষ্টি হয়৷এজন্যই আমরা বলেছি, ফিটনেসবিহীন কোনো গাড়ি ঢাকায় আসবে না, ঢাকা থেকে বেরও হবে না৷ হাইওয়ের পাশে যাতে গরুর হাট না বসে, সেজন্য হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে৷ এসব গরুর হাটের কারণে যানজট হয়৷ আর যদি কোথাও বসেও তার জন্য যথাযথ বেড়া দিতে হবে৷
তিনি বলেন, ঈদ ও পূজা সামনে রেখে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে৷ রাস্তাগুলোকে চলাচলের উপযোগী করা হচ্ছে৷ ফিটনেসবিহীন গাড়িতে যাতে কোরবানির পশু পরিবহন না করা হয় সে ব্যাপারে মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে কথা হয়েছে৷পশুসহ গাড়ি রাস্তায় আটকে থাকলে যানজটের সৃষ্টি হয়৷ এজন্যই আমরা বলেছি, ফিটনেসবিহীন কোনো গাড়ি ঢাকায় আসবে না, ঢাকা থেকে বেরও হবে না৷
মহাসড়কের পাশে পশুর হাট নিয়ে ওবায়দুল কাদের বলেন, হাইওয়ের পাশে যাতে গরুর হাট না বসে, সেজন্য হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে৷ এসব গরুর হাটের কারণে যানজট হয়৷ আর যদি কোথাও বসেও তার জন্য যথাযথ বেড়া দিতে হবে৷
চাঁদ দেখার ভিত্তিতে আগামী ৫ থেকে ৭ অক্টোবর কোরবানীর ঈদের সরকারি ছুটি হওয়ার কথা৷ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব দুর্গাপূজার বিজয়া দশমীর ছুটি ৪ অক্টোবর৷গত রোজার ঈদের মতো এবারও মানুষ নিশ্চিন্তে চলাচল করতে পারবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী৷
তিনি বলেন,ঈদ ও দুর্গাপূজায় সড়ক-মহাসড়কে মানুষের চাপ বাড়বে বলেই এবার আমরা আগাম সতর্কতা গ্রহণ করেছি৷ঈদের পরে রাজধানীর ফুটপাথগুলো হকারমুক্ত করে চলাচলের উপযোগী করার ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি৷ অনুষ্ঠান শেষে ট্রাফিক আইন নিয়ে জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করেন মন্ত্রী৷