দৈনিকবার্তা-নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৩ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রীর বাসভবনের কর্মকর্তা পরিচয়ে এসবি পুলিশ কনস্টেবল মো. খবির উদ্দিনের বিরম্নদ্ধে নানা অপকর্মের অভিযোগ এনে শনিবার গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড দুবার্টি গ্রামের ভূক্তভোগী লোকজন প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রীর হনত্মৰেপ কামনা করেছে৷ সকালে কালীগঞ্জ উপজেলা সদরের সোনালী ব্যাংক মোড়ে কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক এজিএস মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা মো. কেফায়েত উলস্নাহ, মুক্তিযোদ্ধা নেয়ামত উলস্নাহ ও ফজলুল হক কাজী, মোহাম্মদ উলস্নাহ, মাজহারম্নল ইসলাম বিপস্নব, মতিউর রহমান প্রমুখ৷
বক্তারা জানান, প্রধানমন্ত্রীর বাসভবনের এসবি পুলিশের কনস্টেবল খবির ও তার লোকজনের অত্যাচারে কালীগঞ্জ উপজেলার দুবার্টিসহ আশেপাশের কয়েক গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে৷ প্রধানমন্ত্রীর বাসভবনের কর্মকর্তা হিসেবে মিথ্যা পরিচয়ে বিভিন্নজনকে মিথ্যা মামলা, হুমকি দিয়ে ও অবৈধ প্রভাব খাটিয়ে নানাভাবে হয়রানী করছে৷ ইতোমধ্যে অনেকেই গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে৷ সম্প্রতি খবিরের প্রভাবে তার ভায়রা এনামূল হক জয়পুরহাটের বিষ্ণপুর গ্রামে আত্নগোপন করে৷ পরে এঘটনায় প্রতিবেশী আজাহার ও তার মাদ্রাসা ছাত্র ছেলে শাকিলসহ কয়েকজনের বিরম্নদ্ধে এনামুল হক অপহণের সাজানো মিথ্যা মামলা করা হয়৷ এ মামলায় অভিযুক্তরা দীর্ঘদিন জেল খাটে৷ কিন্তু পরবতর্ীতে সেই মামলার তদনত্ম কর্মকতর্া লুকিয়ে থাকা এনামূল হকের সন্ধান পান এবং মামলাটি মিথ্যা প্রমানিত হয়৷ এছাড়াও সে তার লোকজন দিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা আকবর আলী ও তার পরিবারসহ একই গ্রামের বেশকয়েক নারী পুরম্নষকে বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানী করছে৷ এব্যপারে বক্তারা প্রধানমন্ত্রীর হসত্মৰেপ কামনা করেছেন৷
এলাকাবাসী জানান, পুলিশের কন্সটেবল শরীয়তপুর জেলা সদরের ডামুড্ডা গ্রামের মুন্সিমালের ছেলে মো. খবির উদ্দিন প্রায় ১০ বছর আগে কালীগঞ্জ উপজেলার দুবার্টি গ্রামের মৃত আব্দুল আজিজ ভূঁইয়ার বড় মেয়েকে বিয়ে করে৷ বিয়ের পর থেকেই সে শ্বশুর বাড়িতে বসবাস করছে৷
এ ব্যাপারে পুলিশ কন্সটেবল খবির তার বিরম্নদ্ধে অভিযোগ অস্বীকার করে জানায়, প্রধানমন্ত্রীর বাসভবনে এসবি পুলিশের কনস্টেবল হিসেবে আমি ২০০৯ সাল থেকে কর্মরত আছি৷ আমার শ্বশুরের কোন ছেলে না থাকায় আমি তাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছি৷ স্থানীয় প্রভাবশালীরা শ্বশুরের সম্পত্তি দখল করতে নানা অপপ্রচার চালাচ্ছে৷