indexfgdfgf

দৈনিকবার্তা-গৌরনদী(বরিশাল), ১৩সেপ্টেম্বর: বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে অর্ধ শতাধিক ছাত্রী অজ্ঞাত রোগে আক্রান্ত হওয়ার রেশ কাটতে নাকাটতে গতকাল শনিবার ওই স্কুলসহ আরো দুটি মাধ্যমিক বিদ্যালয় ও কাসেমাবাদ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অন্তত ২৫ জন ছাত্রীকে অসুস্থ্য অবস্থায় গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়৷ এ ঘটনার পরপর উপজেলার ২৭ টি মাধ্যমিক বিদ্যাল ও ১৫টি মাদ্রাসা বন্ধ ঘোষনা করা হয়৷ এ নিয়ে শিক্ষাথর্ী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷

জানা গেছে,শনিবার সকাল ১১টায় দিকে মাহিলাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী উম্মে কুলসুম মাথা ঘুরে পরে অজ্ঞান হয়ে যায়৷ কিছু সময়ের মধ্যে একে একে ১৫ জন ছাত্রী অসুস্থ্য হয়ে পরে৷ এ ঘটনায় স্কুলে আতঙ্ক দেখা যায়৷

শিক্ষকরা অসুস্থ্যদের গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করে৷ একই ভাবে পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মুন্নী খানমসহ ৫জন নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের চারজন ও কাসেমাবাদ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী লিমা আক্তার অসুস্থ্য হয়ে পরে৷ এ ঘটনার পরপর কতর্ৃপক্ষ চারটি শিক্ষাপ্রতিষ্টান বন্ধ ঘোষনা করেন৷ গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন জানান, সাইকোজেনিকম্যাস ইলনেস রোগে আক্রান্তহয়ে এবস শিক্ষাথর্ী চিকিত্‍সা নিচ্ছেন৷

গত চার দিনে উপজেলার বিভিন্ন স্কুল থেকে অন্তত শতাধিক শিক্ষাথর্ী হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এ প্রসঙ্গে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হাসান পাটোয়ারী বলেন, ‘উপজেলার আখতারুন নেছা, নলচিড়া, মাহিলাড়া ও পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গত চার দিনের ব্যবধানে ১০২ জন শিক্ষাথর্ী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়৷ বিধায় গতকাল শনিবার থেকে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা বন্ধ ঘোষনা করা হয়েছে৷