দৈনিকবার্তা-নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৩ সেপ্টেম্বর: গাজীপুরের তুরাগ নদীর সীমানা নির্ধারণ শুরম্ন করেছে গাজীপুর জেলা প্রশাসন৷ উচ্চ আদালতের নির্দেশে ভরা বর্ষায় জেলা প্রশাসক মোঃ নুরম্নল ইসলামের নেতৃত্বে শনিবার দুপুরে তুরাগ নদীর ধৌড় এলাকায় বাদাম মৌজায় এ কার্যক্রম শুরম্ন করা হয়৷ সীমানা নির্ধারণ কাজে জেলা প্রশাসন ছাড়াও বিআইডবিস্নউটিএ, পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের সংশিস্নষ্ট বিভিন্ন দপ্তর কর্মকর্তাগণ অংশ নেন৷ এসময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আব্দুলস্নাহ সাজ্জাত, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেবাস্টিন রেমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মহসিন, সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন৷
গাজীপুরের জেলা প্রশাসক এসময় বলেন, উচ্চ আদালতের নির্দেশে উচ্ছেদ কাজ চলমান রয়েছে৷ একই সঙ্গে ভরা বর্ষায় তুরাগের সীমানা নির্ধারণ শুরম্ন হয়েছে৷ আমরা কি পরিমাণ পিলার প্রয়োজন সেগুলো ঠিক করে বর্ষার পরে এগুলো স্থাপন করবো৷