দৈনিকবার্তা-খুলনা, ১৩সেপ্টেম্বর: খুলনা আয়কর জোন ২০১৩-১৪ অর্থবছরে ৯৫০ কোটি টাকা আয়কর আদায় করেছে৷খুলনার দু’লাখ করা দাতার কাছ থেকে উলেস্নখিত অর্থ বছরে ৮৫০ কোটি টাকা আয়কর আদায় করার লক্ষ্যমাত্রা ছিল৷ লৰ্যমাত্রার চেয়ে ১৫০ কোটি টাকা বেশি কর আদায় হয়েছে৷ জোনের প্রায় দু’লাখ কর দাতার মধ্যে ৮০ হাজার করদাতা রির্টান জমা দিয়েছে৷
খুলনা প্রেসক্লাবে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে খুলনা কর জোনের কমিশনার গোলাম মোসত্মফা বলেন, করদাতার সংখ্যা বাড়ার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে৷ আগামী ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস এবং সপ্তাহব্যাপী আয়কর মেলা ২০১৪ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷ উল্লেখ্য, আগামী ১৬ সেপ্টেম্বর সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরম্ন হবে৷
তিনি বলেন, মেলায় কর দাতাদেরকে সহায়তা করার জন্য অন স্টফ সার্ভিস কেন্দ্র স্থাপন করা হবে৷ মেলায় ৩০ হাজার করদাতা রিটর্ান সাবমিট করবে বলে আশা করা যাচ্ছে৷
যশোর, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, বাগেরহাট ও ঝিনাইদহ জেলার সমন্বয়ে খুলনা কর অঞ্চল গঠিত৷ এলাকায় পাটকল, চিংড়ি খামার ও ইটের ভাটা রয়েছে৷
গোলাম মোসত্মফা সংবাদ সম্মেলনে আরো বলেন, ২০১৪-১৫ অর্থ বছরে খুলনা জোনে ১২৫০ কোটি টাকা কর আদায় করার লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে৷ চলতি অর্থ বছরের শেষ নাগাদ টার্গেট পূরণে তিনি আশা প্রকাশ করেন৷ তিনি জানান, ১৭৫টির বেশি সার্টিফিকেট মামলা করা হয়েছে৷ করের আওতা বাড়াতে কর মেলা, স্পট এসেসমেন্ট, জরিপ ও কর দাতাদের জন্য পুরস্কার প্রদানের ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের প্রচারনা চালানো হচ্ছে৷ সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রেজাউল ইসলাম, যুগ্ম কমিশনার মঞ্জুরম্নল আলম, সহকারি কমিশনার মীর রেজওয়ান উপস্থিত ছিলেন৷