images

দৈনিকবার্তা-ঢাকা, ১২সেপ্টেম্বর: মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় মূল্যবোধে আঘাতের অভিযোগে বলিউড সুপার স্টার সালমান খানকে গতকাল বৃহস্পতিবার পুলিশ আটক করেছে। পিটিআই’র বরাত দিয়ে জিনিউজ এ খবর জানিয়েছে।

৪৮ বছর বয়সী এই অভিনেতাকে ভারতীয় আইনের আইপিসি সেকশনের ২৯৫ এর (কোন ধর্ম ও এর বিশ্বাসীদের ধর্মীয় অনুভূতিতে উদ্দেশ্যপ্রণোদিত এবং বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে যেকোন ধরনের ইচ্ছাকৃত অবমাননা) ভিত্তিতে দেশটির বাসিন্দা মোহাম্মদ আসিম মো. আরিফের করা অভিযোগে আটক করা হয়।

salman

অভিযোগে জানা গেছে, সালমানের এনজিও প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’ সম্প্রতি একটি ফ্যাশন শো’র আয়োজন করে। যেখানে টিশার্ট পরিহিতা একজন মডে‌ল পারফর্ম করছিলেন। সেখানে আরবিতে একটি শব্দ উচ্চারিত হচ্ছিল। আর এটাই মুসলিম ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।

তদন্ত কর্মকর্তা দিলীপ শাওন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, একটি ভিডিও ক্লিপের ভিত্তিতে অভিযোগ করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।