দৈনিকবার্তা-লালমনিরহাট,১২সেপ্টেম্বর : জাতীয় পার্টি’র চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের এপিএস পরিচয়দানকারী আশরাফুল ইসলামকে র্যাব ১৩’র একটি দল অভিযান চালিয়ে রংপুর শহরের বিনোদপুর এলাকা থেকে আটক করে বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সদর থানায় সোপর্দ করেছে৷
র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আশরাফুল ইসলাম বিভিন্ন সময়ে মোবাইল ফোনে এরশাদের এপিএস পরিচয় দিয়ে রংপুর বিভাগীয় কমিশনার ও লালমনিরহাট জেলা প্রশাসকসহ প্রশাসনের উধ্র্ধতন কর্মকর্তাদের কাছে তার মনোনীত লোকদের চাকুরি প্রদান ও এনডিসি’র নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল৷
এ ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ের নাজির শৈবাল কান্তি রায় বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি প্রতারণা ও চাঁদাবাজির মামলা দায়ের করে৷পরে বিষয়টি র্যাব ১৩ রংপুর কে অবহিত করলে র্যাব অভিযান চালিয়ে রংপুর শহরের বিনোদপুর এলাকা থেকে তাকে আটক করে৷ আটককৃত আশরাফুল কে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ৷
আটককৃত আশরাফুল ইসলাম আদিতমারী উপজেলার বদিউজ্জামানের পূত্র৷সে রংপুর শহরের বিনোদপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করত বলে তার পরিবার জানায়৷লালমনিরহাট পুলিশ সুপার টি এম মোজাহেদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷