দৈনিকবার্তা-মানিকগঞ্জ, ১২সেপ্টেম্বর : এবার ঈদ-উল আযহাকে সামনে রেখে রাসত্মা বা হাইওয়ে সড়কের ওপর কোন ভাবেই গরম্ন-ছাগলের হাট বসতে দেয়া হবে না৷ রাজধানীর আমতলা,তালতলা ও বাবু বাজারেও গরম্নর হাট বসবে না৷ সেভাবেই আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে৷ গত ঈদ-উল ফিতর জনগন যেমন স্বসত্মিতে পালন করেছে৷ তেমনি আসন্ন ঈদ-উল আযহা ও শারদীয় দূর্গা পুজা দুটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উত্সবও দেশবাসী পালন করতে পারে৷ সরকারের পক্ষ থেকে সেদিকে গুরুত্ব দেয়া হয়েছে৷
শুক্রবার সকাল ১১ টার দিকে মানিকগঞ্জের সিংগাইর-গাবতলী সড়কের কিটিংচর (নুরালীকুম) নির্মানাধীন সেতুর কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি এসব কথা বলেন৷
এরশাদ সাহেব এখন শেষ বয়সে এসে নিজ দলের মধ্যে অগি্ন পরীক্ষায় পড়েছেন উল্লেখ করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এরশাদের কথায় তার দলের কেউ এখন মন্ত্রীত্ব ছাড়বেন বলে আমার মনে হয় না৷তিনি বলেন, জাতীয় পার্টির মধ্যে যা ঘটছে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার৷ এতে আওয়ামী লীগের কোনো হাত নেই৷ ওবায়দুল কাদের আরো বলেন, ঈদ ও পূজা উপলক্ষে এবার আগে থেকেই গ্রস্তুতি গ্রহণ করা হয়েছে৷ গত ঈদের মতো এবারের যাতায়াতও স্বস্তিদায়ক হবে৷ সড়ক-মহাসড়ককে যানজট মুক্ত রাখতে সারাদেশে
তিনি আরো বলেন,মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর সড়ককে আঞ্চলিক মহাসড়কে পরিণত করা হয়েছে৷ দ্রম্নত এর কাজ শুরম্ন করা হবে৷ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোন দিন তারিখ দিয়ে নয় যথা সময়ে এ সড়কের কাজ শুরম্ন হবে৷ জাতীয় পার্টির কোন্দলের ব্যাপারে মন্ত্রী বলেন,এটা তাদের আভ্যানত্মরিন ব্যাপার৷ এখানে আওয়ামীলীগের কোন হসত্মক্ষেপ নেই৷ এরশাদ সাহেবের জন্য দুঃখ হয় তিনি উভয় সংকটে পড়েছেন৷ জলে কুমির, ডাঙ্গায় বাঘ৷ জাতীয় পার্টির চলমান সঙ্কটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদে আইন প্রণয়নের জন্য আওয়ামী লীগের যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে৷ তাহলে একটি দলের ভাঙ্গনের খেলায় আমরা কেন অংশ নিবো৷ এটা তাদের অভ্যন্তরীণ বিষয়৷ তাদেরকেই এর মোকাবেলা ও সমাধান করতে হবে৷ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি’র পালাবার আর কোন পথ নেই৷ তাদের এখন জলে কুমির আর ডাঙ্গায় বাঘ এই অবস্থা৷ সে কারণে ভয়ে একের পর এক আন্দোলনের হুমকি দিয়ে যাচ্ছে৷
মন্ত্রী আরো বলেন, ক্ষমতা সবসময় আসে না৷ যখন আসে তখনই জনগনের স্বার্থে কাজ করা উচিত্৷ তাই ছুটির দিনেই জনগনের স্বার্থকে চিনত্মা করেই পরিদর্শনে আসা এবং ক্ষমতাকে কাজে লাগানো৷ মহা সড়কের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইতিমধ্যে ঢাকা-আরিচা মহা সড়কের আশপাশে অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে৷পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে৷ এর জন্য সময় লাগবে৷ মানিকগঞ্জের ৪টি নির্মানাধীন সেতুর আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন৷ অন্যথায় সংশিস্নষ্ট ঠিকাদারদের কার্যাদেশ বাতিলসহ কালো তালিকা ভুক্ত করার হুশিয়ারি দেন মন্ত্রী৷ সেতু পরিদর্শনকালে রেজিষ্ট্রেশন বিহীন ও হেলমেট ব্যবহার না করার দায়ে ৩টি মোটর সাইকেল পুলিশকে আটক করার নির্দেশ দেন যোগাযোগ মন্ত্রী৷
এসময় সঙ্গে ছিলেন, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন আহাম্মেদ, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদুল ইসলাম, ওসি সৈয়দুজ্জামান প্রমুখ৷