রাশিয়ার বিরুদ্ধে নতুন অবরোধ আরোপ করছে ইইউ

দৈনিকবার্তা-ঢাকা, ১২সেপ্টেম্বর: ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার বিরুদ্ধে শুক্রবার নতুন করে অবরোধ অরোপ করতে যাচ্ছে৷ এদিকে মস্কো তার শত্রুদের বিরুদ্ধে শানত্মি উদ্যোগ বানচালের চেষ্টা করার অভিযোগ করেছে৷

কিয়েভ সংকট নিয়ে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ইউক্রেনের ব্যাপারে রাশিয়ার অবৈধ পদক্ষেপের বিষয়ে ওয়াশিংটন কঠোর শাসত্মিমূলক ব্যবস্থা নেবে৷ যদিও ছয়দিন আগে কিয়েভ ও রাশিয়াপন্থী বিচিছন্নতাবাদীদের মধ্যে একটি অস্ত্র বিরতি চুক্তি সম্পন্ন হয়৷মাত্র কয়েক ঘন্টা আগে ইউরোপীয় ইউনিয়ন জানায়, তারা শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপ করবে৷ তবে সেপ্টেম্বরের শেষে অস্ত্র বিরতি পর্যালোচনার পর এটা তুলে নিতে পারে৷

রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়নের এমন পদক্ষেপে মস্কো তাদের কঠোর সমালোচনা করেছে৷ইউক্রেনকে শানত্মির জন্য একটা সুযোগ দিতে ইউরোপের প্রতি আহবান জানিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয় জানায়, এ ধরণের পদক্ষেপ গ্রহণ করে ইইউ কার্যত ইউক্রেন সংকটের শানত্মিপূর্ণ সমাধান প্রক্রিয়ার বিপক্ষে অবস্থান নিল৷

উল্লেখ্য, এ সংঘাতে ২ হাজার ৭শ’ জনের বেশী লোক নিহত এবং কমপক্ষে পাঁচ লাখ লোক বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে৷ এছাড়া এ সংঘাতকে কেন্দ্র করে রাশিয়া ও পশ্চিমা দেশের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে৷