রংপুর জাতীয় পার্টির অফিস রাঙ্গা সমর্থকদের দখলে

দৈনিকবার্তা-ঢাকা, ১২সেপ্টেম্বর: রংপুরে জাতীয় পার্টির কার্যালয় রাঙ্গা সমর্থকদের দখলে করে রেখেছে৷ রয়েছে পুলিশের পাহারাও৷শুক্রবার বিকেলে প্রেসডিয়াম পদ ও জেলা ও মহানগর কমিটি পুনর্বহালের দাবিতে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পাটির্র কার্যালয়ে সমাবেশ ও বিক্ষোভ করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার সমর্থক নেতাকর্মীরা৷ ৪৮ ঘন্টার মধ্যে দাবি মানা না হলে কাফনের কাপড় পরে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তারা৷

দাবি আদায়ে রাঙ্গা সমর্থক নেতাকর্মীরা বিকেল ৪টায় পার্টি অফিসে জড়ো হন৷ সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে৷পরে পার্টি কার্যালয়ে জেলা সহ সভাপতি আব্দুল লতিব খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও জেলা সভাপতি হাজী আব্দুর রাজ্জাক,জেলা যুব সংহতির সেক্রেটারি হাসানুজ্জামান নাজিম, মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামীম সি্দ্দকী, মহিলা পার্টির সভাপতি রাজিয়া সুলতানা কল্পনা, সদর উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি মেজবাউল ইসলাম মিলন, গঙ্গাচড়া জাতীয় পার্টির সভাপতি শামসুল আলম, ওলামা পাটির্র সভাপতি হাবিবুর রহমান, যুব সংহতির মহানগর সেক্রেটারি ইউসুফ আহম্মেদ, মহানগর ছাত্রসমাজের সভাপতি সাইফুল ইসলাম রিপন, জেলা সভাপতি নাজুমল হুদা লাবলু, সেক্রেটারি আশরাফুল হক জবা প্রমুখ৷

এ সময় বক্তারা বলেন, স্যারের কোন সিদ্ধান্তের বিরোধিতা করার সাধ্য আমাদের নেই৷ তবে আমাদের দাবি রংপুরে রাঙ্গা ছাড়া জাতীয় পার্টিকে বাঁচাতে আর কোনো নেতাই নেই৷ তাই স্যারকে সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানাচ্ছি৷ তারা বলেন, স্যার এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন সব রাঙ্গা সাহেবের কারণে৷ তিনিই স্যারের পক্ষে জীবনের ঝুঁকি নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন, নির্বাচনে টাকা পয়সা খরচ করেছেন৷

সভায় বক্তারা বলেন, এরশাদ ঢাকায় বসে অন্যের প্রচরনায় ভুল সিদ্ধান্ত নিয়ে মামা ভাগ্নের সম্পর্ক দূরত্ব করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে৷ এসময় তারা আগামী ৪৮ ঘন্টার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ অব্যহতি প্রত্যাহার করা না হলে জাতীয় পাটির মাঠ পর্যায়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে৷ প্রয়োজনে কাফনের কাপড় পরে আমরা রাস্তায় অবস্থান নেবো৷ রাঙ্গাকে অব্যাহতি দেয়ার পর মুহূর্ত থেকেই রংপুর মহানগরীর জাতীয় পার্টি কার্যালয় রাঙ্গা সমর্থকরা দখলে রাখে৷ বৃহস্পতিবার রাতে জাতীয় যুব সংহতির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক ও সেক্রেটারি হাসানুজ্জামান নাজিমের নেতৃত্বে বিশাল শোডাউন করে পার্টি কার্যালয়ের ভেতরে সমাবেশ করে৷ পরে কর্মসূচি দেয়া হয়৷ অন্যদিকে বুধবার বিকেল থেকেই পার্টি কার্যালয়ের ভেতরে ও বাইরে বিপুলসংখ্যক পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য করা হয়েছে৷ একই দাবিতে গঙ্গাচড়াসহ বিভিন্ন উপজেলাতেও রাঙ্গা অনুসারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে৷