দৈনিকবার্তা নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১২ সেপ্টেম্বর: গাজীপুরের শ্রীপুরে এক ইউপি চেয়ারম্যানের ছেলেসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ৷ এসময় তাদের কাছ থেকে ৩০পিস ইয়াবা ও তাদের ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করেছে৷ গ্রেফতারকৃতরা হলো গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা সালাউদ্দিন সরকারের ছেলে রাজীব হাসান (২৩) ও একই এলাকার শরীফ মিয়ার ছেলে আল হাসান শুভ (২৫)৷ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার পর পুলিশ শ্রীপুরের রাজেন্দ্রপুর বাজারের রেল গেইট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় ওই দু’জনকে আটক করে৷ এসময় রাজীবের মোটরসাইকেল তলস্নাশী করে মোটরসাইকেলের হেডলাইটের পাশে একটি সিগারেটের প্যাকেটে লুকিয়ে রাখা ৩০টি ইয়াবা উদ্ধার করে৷ তবে রাজীবের পরিবার এঘটনাকে সাজানো বলে দাবি করেছে৷
শ্রীপুর মডেল থানার এএসআই আনোয়ার হোসেন জানান, রাজীব হাসান দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছে৷ গ্রেপ্তারকৃতদের বিরম্নদ্ধে শ্রীপুর মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে৷
তবে রাজীবের বাবা সালাউদ্দিন সরকার দাবি করে বলেন, তার ছেলে ষড়যন্ত্রের শিকার৷ তার ব্যবসায়িক প্রতিদ্বন্ধি মো. কামালের ভাতিজা ও রাজীবের বন্ধু অপুর পরিকল্পনায় সাজানো ঘটনা’র মাধ্যমে তার ছেলে রাজীবকে ফাঁসানো হয়েছে৷