দৈনিকবার্তা-ঢাকা,১১সেপ্টেম্বর : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ চলতি বছর শ্রীলংকায় ৫০ হাজার থেকে এক লাখ টন চাল রফতানি করবে৷বৃহস্পতিবার চতুর্থ এগ্রো বাংলাদেশ এঙ্পো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন৷তোফায়েল বলেন, বাংলাদেশের কৃষি খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে৷ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে কৃষি পণ্য নিতে চায়৷
মন্ত্রী বলেন, রাশিয়া বাংলাদেশ থেকে এক লাখ টন আলু নেয়ার আগ্রহ দেখিয়েছে৷ এর আগে আমরা রাশিয়ায় ২০ হাজার টন আলু রফতানিও করেছি৷ কিন্তু আলুতে ব্যাকটেরিয়া ধরা পড়ায় তারা আপাতত নিচ্ছে না৷ আমাদের বিজ্ঞানীরা বলেছেন আলুর ব্যাকটেরিয়া সমস্য আগামীতে থাকবে না৷ আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান হবে৷
তিনি বলেন, সরকার কৃষি খাতের উন্নয়নে কাজ করছে৷ সার বিতরণে সমস্যর সমাধান করা হয়েছে৷ নতুন নতুন জাতের বিভিন্ন বীজ উত্পাদন, রপ্তানিতে প্রণোদনা ও ব্যাংক ঋণ সহজ করা হয়েছে৷কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, কৃষি জমি বাড়ছে না৷ সুতরাং দেশের খাদ্য চাহিদা মেটাতে হলে উত্পাদন বাড়াতে হবে৷ এক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই৷
কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে দেশি-বিদেশি ২২৫টি স্টলে স্থান পেয়েছে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি, প্রযুক্তি, আধুনিক কৃষি ব্যবস্থার উপকরণ ও বীজ৷ বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, চীন, তাইওয়ান, নেপাল, ভুটান, শ্রীলংকার বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নিচ্ছে৷