(17)

দৈনিকবার্তা- নাটক শুধুমাত্র বিনোদন নয়, নাটক এখন শিক্ষার অন্যতম মাধ্যম৷ এ ধারণা থেকে দেশে নিয়মিত শিশু কিশোর নাট্যচর্চা করার প্রত্যয় নিয়ে ১৯৯০ সালে পিপল্স লিট্ল থিয়েটার গত ২৪ বছরে পিপল্স লিট্ল থিয়েটার ২৯টি নাটকের প্রায় তিনশতাধিক মঞ্চায়ন সম্পন্ন করেছে৷ আমাদের দেশের ছোটদের নাটককে আনত্মর্জাতিক ক্ষেত্রে জনপ্রিয় করার ক্ষেত্রে পিপল্স লিট্ল থিয়েটার গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে৷ পিপল্স লিট্ল থিয়েটার আনত্মর্জাতিক শিশুনাট্য উত্‍সবে জার্মানীর লিঙ্গেনে, হ্যানোভার, বার্লিন, কিউবা হাভাণা, ভারতের বেরিলী, দিল্লী, জাপানের তইয়ামা ও যুক্তরাজ্যের লন্ডন, তুরস্কের অরদুসহ প্রায় ২৫টি আনত্মর্জাতিক উত্‍সবে অংশগ্রহণ করে৷ পিপল্স থিয়েটার এসোসিয়েশন আয়োজিত ১২টি উত্‍সবে পিএলটি সাফল্যের সাথে অংশগ্রহণ করে এবং উত্‍সব আয়োজনে গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করে৷

এরই ধারাবাহিকতায় পিপল্স লিট্ল থিয়েটার (পিএলটি) আগামী ১৩ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ৬:৩০মিঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে তাদের নতুন প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুর এর রচনায় ও লিয়াকত আলী লাকী’র নির্দেশনায় ‘ডাকঘর’ (সন্ধ্যা ৬:৩০মিঃ) এবং সুদেব কুমার বিশ্বাস এর রচনায় ও ইয়াসমীন আলী’র নির্দেশনায় (সন্ধ্যা ৭:৩০মিঃ) ‘সত্যি মিথ্যে’ নাটক দুটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে৷