দৈনিকবার্তা-ঢাকা, ১১সেপ্টেম্বর : সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে জ্বালানি বিষয়ক সাবেক উপদেষ্টা ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট৷
বৃহস্পতিবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন৷এ আদেশের ফলে এই মামলায় সাক্ষ্য গ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান৷ আগামী ১৮ সেপ্টেম্বর নিম্ন আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে৷ মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান৷
২০১০ সালের ১৩ মার্চ সম্পদের বিবরণ দাখিলের জন্য মাহমুদুর রহমানকে নোটিশ দেয় দুদক৷ নোটিশের জবাব না পাওয়ায় ওই বছরের ১৩ জুন দুদক গুলশান থানায় মামলা করে৷ এই মামলায় একই বছরের ১৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়৷ঢাকার বিশেষ জজ আদালত-৩ চলতি বছরের ২৮ এপ্রিল মাহমুদুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন৷অভিযোগ গঠনের এ আদেশের বিরুদ্ধে গত ২৫ মে মাহমুদুর রিভিশন আবেদন করেন৷ এই আবেদনের শুনানি শেষে আদালত খারিজ করে দেন৷