index45

দৈনিকবার্তা-ঢাকা, ১১সেপ্টেম্বর: বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরম্নদ্দোজা চৌধুরী বলেছেন, সরকারের একদলীয় শাসন এবং গণবিরোধী কর্মকান্ডের বিরম্নদ্ধে বিকল্পধারা অক্টোবরের মাঝামাঝি সকল শ্রেণীপেশার মানুষকে ঐক্যবদ্ধ করে মাঠে নামবে৷

তিনি বৃহস্পতিবার বিকালে বিকল্পধারার কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে বিকল্প স্বেচ্ছাসেবকধারা আয়োজিত আলোচনাসভায় এ আহ্বান জানান৷ স্বেচ্ছাসেবকধারার সভাপতি বিএম নিজামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বিকল্পধারার কোষাধ্যৰ আজিজ আখন্দ, ঢাকা মহানগর উত্তর বিকল্পধারার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, স্বেচ্ছাসেবকধারার সাধারণ সম্পাদক আবুল বাসার, যুবধারার যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শোভন প্রমুখ৷

বি. চৌধুরী দশম সংসদ নির্বাচনে শতকরা ৫ ভাগ ভোটের উলেস্নখ করে বলেন, ১৫৪ আসনে মানুষকে ভোট দিতে দেওয়া হয় নাই৷ অথচ সরকার সংসদে বিচারপতিদের অপসারণের জন্য সংবিধান সংশোধন বিল উত্থাপন করেছে৷ তিনি সরকারের সমপ্রচার নীতিমালারও সমালোচনা করেন৷

তিনি বলেন, এই সরকার একদলীয় শাসন চালাচ্ছে৷ এই দলটির ইতিহাস এক দলীয় শাসনের, ফ্যাসিবাদের এবং এরা সবসময় গণতন্ত্র বিরোধী৷ রাজনীতির অর্থ টাকা কামানো নয়৷ রাজনীতি জগণের জন্য৷ তিনি বলেন, সরকারের একদলীয় শাসন এবং গণবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে বিকল্পধারা অক্টোবরের মাঝামাঝি সব শ্রেণীপেশার মানুষকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিবাদী সরকারের বিাংদ্ধে আন্দোলন গড়ে তুলবে৷

সাবেক এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনার অর্থমন্ত্রী মানুষকে ছোট করে কথা বলেন, সমাজকলা্যাণ মন্ত্রী সাংবাদিকদের গালিগালাজ করেন৷ প্রধানমন্ত্রী এইসব মানুষদের মন্ত্রী করেছেন৷ এদের মধ্যে একজন আবার এই বুড়ো বয়সে বিয়ে করতে যাচ্ছেন৷ আলোচনাসভা শেষে নজরম্নল গীতির কিংবদনত্মী শিল্পী ফিরোজা বেগমের রুহের মাগফেরাত্‍ কামনা করে মোনাজাত করা হয়৷