দৈনিকবার্তা-ঢাকা,১১সেপ্টেম্বর : জঙ্গি অর্থায়নের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জঙ্গিবাদের অথের্র উত্স অনুসন্ধান কার্যক্রম আরো জোরদার এবং এর কার্যক্রম অধিকতর সমন্বয়ের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু৷
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তার সভাপতিত্বে জঙ্গিবাদের টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন৷ গত মাসের শেষ সপ্তাহে টাস্কফোর্স গঠিত হওয়ার পর এটাই প্রথম সভা৷
সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, মানি লন্ডারিং ও চোরাকারবারি করে দেশে কোনো অবৈধ অর্থ এসে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে৷আমির হোসেন আমু বলেন, দেশে সন্ত্রাস দমন আইন রয়েছে৷ তা আরো কার্যকর করা হবে৷ পাশাপাশি আমরা গুরুত্ব দিচ্ছি দেশের বাইরে থেকে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদে অর্থায়নের উত্সগুলো কি৷ এ বিষয়টি চিহ্নিত করবে এই কমিটি৷
আমির হোসেন আমু বলেন, সরকার সন্ত্রাস দমন আইন করেছে৷আজকে আমরা ওই আইনটির প্রেক্ষিতে জঙ্গিবাদের অর্থের উত্স অনুসন্ধান ও তাদের অর্থ যোগানদাতাদের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি৷ বিশেষ করে ব্যাংকিং খাতের অর্থ লেনদেন এবং সামাজিক দায়বদ্ধতা বা করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) নিয়ে আলোচনা হয়েছে৷জঙ্গিদের কোনো অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আজকেই প্রথম টাস্কফোর্সের বৈঠকে বসেছি৷ যদি দোষীদের চিহ্নিত করতে পারি অবশ্যই তাদেরকে আটক করা হবে৷
জঙ্গিবাদের অর্থের উত্স অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার এবং এর কার্যক্রম অধিকতর সমন্বয়ের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের সভা শুরু হয়েছে৷এ সভায় আরো উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান,বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পদের ঊধর্্বতন কর্মকর্তারা৷