MG_0179

দৈনিকবার্তা- গৌরনদী(বরিশাল),১১সেপ্টেম্বর : বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের নলচিড়া হাইস্কুলে বৃহস্পতিবার সকালে অর্ধ শতাধিক ছাত্রী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে হয়ে পরে৷ ৪০ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়৷

স্থানীয়রা জানান, সকাল সোয়া ১০টায় তানিয়া নামে ৮ম শ্রেনির এক ছাত্রী মাথা ঘুরে পরে অজ্ঞান হয়ে যায়৷ কিছু সময়ের মধ্যে একে একে ৫০ জন ছাত্রী অসুস্থ্য হয়ে পরে৷ এ ঘটনায় স্কুলে আতংক দেখা যায়৷ শিক্ষকরা অসুস্থ্যদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করে৷ ভর্তি রোগীর মধ্যে শারমিন, সার্থী, লাকি, অর্পনা, ঋৃনি, লামিয়া, সুমাইয়া, মিতু, কেয়া, লিপিসহ ১০ জনের অবস্থ্যা সংকটাপন্ন৷

নলচিড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল আলম জানান, ঘটনার পর স্কুল বন্ধ ঘোষনা করা হয়েছে৷ গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.মোসলেম উদ্দিন জানান, সাইকোজেনিকম্যাস ইলনেস রোগে আক্রান্তহয়ে চিকিত্‍সার জন্য ৪০ জন ছাত্রীকে ভর্তি করা হয়েছে৷ গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী জানান, শিক্ষার্থীদের চিকিত্‍সায় সব ধরনের ব্যবস্থা গ্রহন করার জন্য ব্যবস্থা গ্রহন করা হয়েছে৷