হুসেইন-মুহম্মদ-এরশাদ-300x200

দৈনিকবার্তা-ঢাকা,১১সেপ্টেম্বর : তাজুল ইসলাম ও মশিউর রহমান রাঙ্গাকে প্রেসিডিয়াম থেকে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ৷ গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডিয়াম থেকে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব জিয়াউদ্দিন বাবলু৷বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চেয়ারম্যান গঠনতন্ত্র মেনেই তাদেরকে দল থেকে বহিষ্কার করেছেন৷জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধী দলের নেতা রওশন এরশাদের দলীয় সঙ্কটের সময় বার বার প্রধানমন্ত্রীর দফতরে যাওয়া প্রসঙ্গে দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, জাপা গণতান্ত্রিক পার্টি৷ বিরোধী দল ছায়া সরকার৷ প্রধানমন্ত্রী সংসদ নেতা৷ এ জন্য আমাদের দলের যে কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন৷

স্পিকারের কাছে চেয়ারম্যানের অনুমতি ছাড়া উপনেতা মনোনয়নের জন্য চিঠি দেয়া রওশন এরশাদের শৃঙ্খলা ভঙ্গ কিনা এ প্রসঙ্গে বাবলু বলেন, এটা চেয়ারম্যানের বিষয়৷ তিনিই ভালো বলতে পারবেন৷ জাপায় কোন সংকট নেই দাবি তিনি বলেন, জাপা একটি বড় পার্টি৷ এ পার্টিতে মতবিরোধ থাকতেই পারে৷ এরশাদ ও রওশন এরশাদের মধ্যেও কোনো বিরোধ নেই৷গত বুধবার এইচএম এরশাদ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসিডিয়াম সদস্য পদ থেকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলামকে বহিষ্কার করেন৷ চেয়ারম্যানের এ বহিষ্কারাদেশকে চ্যালেঞ্জ করে রাঙ্গা এবং তাজুল৷ তারা গণমাধ্যমে বলেছেন, চেয়ারম্যানের একক সিদ্ধান্তে বহিষ্কার করা হয়েছে৷ এটা জাতীয় পাটির্র দলীয় সিদ্ধান্ত নয়৷

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল হচ্ছে শ্যাডো গভর্নমেন্ট (ছায়া সরকার)৷ আর প্রধানমন্ত্রী হচ্ছেন সংসদ নেতা৷ তিনি বিরোধী দলেরও নেতা৷ সে কারণে ট্রধানমন্ত্রীর সঙ্গে কথা তো বলতেই হবে৷ কিন্তু কেউ নালিশ করতে যাননি৷ মন্ত্রিসভা থেকে জাপার তিন সদস্যের পদত্যাগ ও সংসদে বিরোধী দলের উপনেতা নির্বাচন নিয়ে যে সংকট চলছে, এ বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরতেই এ সংবাদ সম্মেলন ডাকা হয়৷ সংবাদ সম্মেলনে জাপার চেয়ারম্যান ছিলেন না৷ তিনি বনানী কার্যালয়ে তাঁর কক্ষে ছিলেন৷ হঠাত্‍ করে দলের দুই সভাপতিমণ্ডলীর সদস্য মশিউর রহমান ও তাজুল ইসলাম চৌধুরীকে অব্যাহতি দেওয়ার কারণ কী্তজানতে চাইলে বাবলু বলেন, দলের গঠনতন্ত্রের ৩৯ ধারা বলে তিনি (চেয়ারম্যান) যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন৷ শৃঙ্খলা ভঙ্গের কিছু হলে চেয়ারম্যান তা বরদাশত করবেন না৷ এই দুই নেতার কিছু বক্তব্য চেয়ারম্যানের গোচরে এসেছে৷ তা দেখে তিনি সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন৷ এতে দলে ভাঙন বা বিভক্তি দেখা দেবে কি না এমন প্রশ্নের জবাবে জিয়াউদ্দিন বলেন, জাপায় কোনো বিভক্তি নেই৷ চেয়ারম্যানের নেতৃত্ব মেনেই সবাই কাজ করছে৷ যে নদীর গর্জন বেশি, সে নদীর ঢেউ তো উপচে পড়বেই৷ জাপা একটি ভায়াব্রেন্ট দল৷

এদিকে, হুসেইন মুহম্মদ এরশাদ নিজেই জাতীয় পার্টিকে (জাপা) ছোট করে আনছেন বলে মন্তব্য করেছেন দলের িেসডিয়াম সদস্য থেকে সদ্য অব্যাহতি পাওয়া তাজুল ইসলাম চৌধুরী এমপি৷জাতীয় সংসদের বিরোধীদলের এই চিফ হুইপ সঙ্গে আলাপকালে এ অভিমত ব্যক্ত করেন৷বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে দলের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অব্যাহতি দেন৷

অব্যাহতির প্রতিক্রিয়ায় তাজুল ইসলাম চৌধুরী বলেন, দলে এক সময় অনেক জাতীয় পর্যায়ের নেতা ছিলেন৷ আজ কারা আছেন? উনি (এরশাদ) যখন যাকে খুশি পদায়ন করছেন, আবার যাকে খুশি বহিষ্কার করছেন৷এভাবে পার্টি শক্তিশালী হতে পারে না, বরং দিন দিন দলটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হচ্ছে বলেও মন্তব্য করেন জাপার এই নেতা৷

তিনি বলেন, নির্বাচনের পর বিরোধী দলীয় নেতা হতে চেয়েছিলেন এরশাদ৷ কিন্তু পার্লামেন্টারি পার্টি তার ওপর নিভর্র করতে পারেনি৷ তিনি কখন কি করেন তার ওপর এমপিদের ভরসা নেই৷ তাই রওশন এরশাদকে বিরোধী দলীয় নেতা মনোনীত করেছেন এমপিরা৷তাকে প্রেসিডিয়াম সদস্য থেকে অব্যাহতি দেওয়া প্রসঙ্গে তাজুল বলেন, তিনিতো (এরশাদ) নিজের সহধর্মিণী রওশন এরশাদকেও চারবার বহিষ্কার করেছিলেন৷