IMG_20140911_171617

দৈনিকবার্তা- রাজধানীর খিলগাঁওয়ের স্কুল ছাত্রী উন্মে কুলসুমকে দিনের পর দিন উত্যক্তকরণ এবং আত্মহত্যায় প্ররোচিত করার প্রতিবাদে আজ ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেল ৫ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বিপস্নবী নারী সংহতি৷ প্রতিবাদী এই মানববন্ধনে সংগঠনের সমন্বয়ক শ্যামলী শীল, সহ সমন্বয়ক তাসলিমা আখতার, কেন্দ্রীয় নেতা রেবেকা নীলা, লিপি আক্তার, নাসরিন আক্তার সুমি এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি প্রবীর সাহাসহ আরও অনেকে বক্তব্য রাখেন৷ মানববন্ধনের বক্তব্যপর্ব পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা জান্নাতুল মরিয়ম৷

বক্তারা বলেন, কুলসুমের আত্মহত্যার বিষয়টি নিছক কোন ব্যাক্তিগত বিষয় নয়৷ যৌন নিপীড়ন এবং এর কারণে আত্মহত্যার ঘটনা সামাজিক বিপর্যয়ের রূপ নিয়েছে ৷এদেশে প্রতি বছর গড়ে ৮০০ থেকে ১ হাজার জন নারী ধর্ষণ-যৌন নিপীড়নের শিকার হচ্ছেন৷ ভয়াবহ মাত্রায় বেড়েছে ধর্ষণের পর খুনের ঘটনা৷ এই চিত্র নারীর চলাফেরায় নিরাপত্তা বিধানে সরকারের চরম ব্যর্থতার ঈঙ্গিত দেয়৷

বক্তারা আরও বলেন, পুরম্নষতান্ত্রিক রাষ্ট্র-সরকার নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, বরং উল্টো ধর্ষক-নিপীড়কদের প্রত্যক্ষ-পরোক্ষ মদদ ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে৷ এমনতর হতাশাব্যাঞ্জক পরিস্থিতিতে কুলসুমের মতো কিশোরীরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে৷ ফলে রাষ্ট্র-সরকার প্রকারানত্মরে নিপীড়িত নারীদের আত্মহননের পথে ঠেলে দিচ্ছে৷ বক্তারা কুলসুমের আত্মহত্যায় প্ররোচনাকারী শিমুলসহ যৌন নিপীড়কদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টানত্মমূলক শাসত্মির দাবি করেন৷