সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের৷

দৈনিকবার্তা-ঢাকা,১১সেপ্টেম্বর : দেশে প্রথম দ্রুতগতি সম্পন্ন গণপরিবহন ব্যবস্থা মেট্রোরেলের ডিজাইন মন্ত্রণালয়ে পাস হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের৷তিনি বলেছেন, নিমর্াণাধীন মগবাজার ফ্লাইওভারের মগবাজার থেকে সাতরাসত্মা এবং বাংলামোটর থেকে মৌচাক পর্যনত্ম দুই অংশের কাজ ২০১৫ সালের জুনের মধ্যে শেষ হবে৷

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজার মোড়ে মগবাজার- মৌচাক ফ্লাইওভারের সড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান৷মন্ত্রী জানান, সকালে মন্ত্রণালয়ে মেট্রোরেলের ডিজাইন এবং একই সাথে মেট্রোরেলের ১৬টি স্টেশনের ডিজাইনও পাস হয়েছে৷ মেট্রোরেলের কাজ আগামী বছরের শুরুতেই শুরু করা হবে৷

মগবাজার- মৌচাক ফ্লাইওভার সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলামোটর, মগবাজার, সাতরাস্তা এই তিন অংশের কাজ ২০১৫’র জুনের মধ্যে শেষ হবে৷ তখন মানুষের ভোগান্তি অনেক কমে যাবে৷ এ সময় তিনি বর্তমান সময়ে মানুষের ভোগান্তির জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থণা করেন৷ ফ্লাইওভারের কাজ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফ্লাইওভার শুধু সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে নয়৷ এখানে ওয়াসা, পিডবি্লউডি, বিটিসিএলসহ বেশ কিছু মন্ত্রণালয়ের কাজ জড়িত৷ এসব কাজের বিলম্বের জন্য খবরদারি শুধু আমরা করবো না, সবাইকে করতে হবে৷ এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ দিবো৷

তিনি আরও বলেন,মগবাজার মোড় এলাকায় সড়কের খানাখন্দ মেরামতের জন্য আমি দশদিনের আল্টিমেটাম দিয়েছিলাম৷ দশদিন পার হবার আগেই সাতদিনের মাথায় কাজ শেষ হয়ে গেছে৷ এজন্য আমি ফ্লাইওভার কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই৷ আসন্ন ঈদ ও পূজায় যোগাযোগ ব্যবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদ ও পূজায় ঘরে ফেরা মানুষ যেনো কোনো ধরনের দুর্ভোগের শিকার না হন সেজন্য চিন্তা ভাবনা করেছি৷ ঈদ ও পূজা উপলক্ষে ফ্লাইওভার এলাকায় তিনদিন আগে ট্রাকসহ ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে৷একই সাথে ঈদ ও পূজার সময় দেশের যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

ডিটিসিএ’র নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেন, মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ প্রকল্প পরিচালক মো. নাজমুল আলম ও ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান ভূইয়াসহ সিটি কর্পোরেশন ও ট্রাফিক পুলিশের ঊধর্্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন৷