বেনজীর আহমেদ৷

দৈনিকবার্তা-ঢাকা-১০ সেপ্টেম্বর, ২০১৪ : রাজধানীর আজিমপুর কবরস্থানের সীমানাপ্রাচীর নির্মাণে সহায়তার বিষয়ে আদালতে ব্যাখ্যা দিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ৷ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারম্নল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বুধবার বিষয়টির ওপর শুনানি গ্রহণ করে৷ আদালত ডিএমপি কমিশনার বেনজীর আহমেদকে কাজ শেষ না হওয়া পর্যনত্ম বিষয়টি নিয়মিত তদারক করতে বলেছে৷ কেউ যাতে কবরস্থানের পবিত্রতা নষ্ট না করতে পারে, সেদিকে দৃষ্টি দিতে বলা হয়৷ ডিএমপি কমিশনার বলেন, আদালতের আদেশ অবশ্যই পালন করা হবে৷

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ডিএমপি কমিশনারসহ তিন কর্মকর্তা আদালতে হাজির হন৷ বাকি দুজন হচ্ছেন পুলিশের লালবাগ জোনের সহকারি কমিশনার ও লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা৷ আদালতে পুলিশ কর্মকর্তাদের পক্ষে ছিলেন আইনজীবী তানজীব উল আলম৷ কী সমস্যা ছিল,তা জানতে আদালত আদেশ দিয়েছে-একথা উল্লেখ করে বিচারপতি ঘটনা জানতে চান৷৷ জবাবে ডিএমপির কমিশনার বলেন, সিটি করপোরেশন পুলিশকে ১৬টি চিঠি দিয়েছে৷ এর কয়েকটিতে সহায়তা চাওয়া হয়৷ আবার কয়েকটিতে ফোর্স চাওয়া হয়৷ তবে কোনো দিনক্ষণ উলেস্নখ করা হয়নি৷ ডিএমপি কমিশনার বলেন, গত ২ সেপ্টেম্বর আদালতের আদেশের বিষয়টি জানিয়ে ডিসিসি একটি চিঠি দিয়েছে৷ সেখানে এখন সার্বক্ষণিক ফোর্স মোতায়েন রয়েছে৷

এক আদেশে গত১সেপ্টেম্বর আদালত অবমাননার অভিযোগে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি) কমিশনার বেনজির আহমেদসহ তিন পুলিশ কর্মকর্তাকে তলব করে হাইকোর্ট৷ আজ ১০ সেপ্টেম্বর তাদেরকে আদালতে সশরীরে হাজির হয়ে বিষয়টির ব্যাখ্যা দিতে বলা হয়৷ হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আজিমপুর করবস্থানের সীমানা পুন:নির্মাণ সংক্রানত্ম আদেশ পালন না করায় এ তিন পুলিশ কর্মকর্তাকে তলব করা হয় বলে জানান আইনজীবী মোহাম্মদ আসাদ উলস্নাহ৷ আদালতে আবেদনের পক্ষে ছিলেন এডভোকেট মোহাম্মদ আসাদ উল্লাহ৷ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন এডভোকেট সালাউদ্দিন৷ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল আমাতুল করিম৷আজিমপুর কবরস্থানে জাকির হোসেন নামের এক ব্যক্তির বাবার কবর ও আগের সীমানাপ্রাচীর ভেঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাসত্মা তৈরি করেছিলো৷ এর বৈধতা চ্যালেঞ্জ করে জাকির হোসেন হাইকোর্টে রিট করেন৷ রিটের প্রেক্ষিতে আদালত আগের জায়গায় সীমানা পু:ননির্মাণের নির্দেশ দেয়৷