saj-44

দৈনিকবার্তা-ঢাকা-১০ সেপ্টেম্বর, ২০১৪ : ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বিষয়ে কুষ্টিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়৷এতে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.)জাবেদ আলী৷

নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেছেন, কেউ যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সে জন্য বিভিন্ন প্রচার-প্রচারণা চলছে৷ সঠিক পথেই চলছে এই কার্যক্রম৷ কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ রয়েছে৷তিনি বলেন, যদি কেউ বাদ পড়েন তবে তিনি সার্ভার স্টেশনে গিয়ে ভোটার হতে পারবেন৷ হালনাগাদ শেষে স্বচ্ছ, নির্ভুল এবং নির্মল একটি ভোটার তালিকা পাবে দেশবাসী৷

ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শনে এসে বুধবার কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন৷জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রতিনিধিরা পদত্যাগ করলে, সে ক্ষেত্রে মধ্যবর্তী জাতীয় নির্বাচন দেয়া হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, এ ক্ষেত্রে সংবিধানের ৫৭, ৫৮, ৬৫, ৭২, ১২৩ ও ১৪৮ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে৷

কুষ্টিয়া েেজলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ৷