দৈনিকবার্তা-ঢাকা-১০ সেপ্টেম্বর, ২০১৪ : সমপ্রতি প্রকাশিত ১৯৭১: ভেতরে বাইরে বইয়ে মুজিব বাহিনী নিয়ে কটূক্তি করার অভিযোগে লেখক এ কে খন্দকারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মানহানির মামলা হয়েছে৷বুধবার বেলা একটার দিকে ইছহাক ভূঁইয়া নামের এক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন৷
বাদী ইছহাক ভূঁইয়া আদালতে নিজেকে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের মুজিব বাহিনীর কমান্ডার দাবি করেছেন৷ মামলাটি গ্রহণ করে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ইছহাককে মুক্তিযোদ্ধার সনদ আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত৷ সনদ দেখে আদালত পরবর্তী আদেশ দেবেন৷ বাদীপক্ষের আইনজীবী তানভীর ভূঁইয়া বলেন, দণ্ডবিধি আইনের ৫০০ ও ৫০১ ধারায় মামলা করা হয়৷
যোগাযোগ করা হলে ইছহাক ভূঁইয়া বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ও সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার তাঁর বইয়ে মুজিব বাহিনী নিয়ে কটূক্তি করায় এ মামলা করা হয়৷ তিনি দাবি করেন,একে খন্দকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল পথে চলছেন ও বর্তমান সরকারকে কলঙ্কিত করতে এ ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন৷
আরজিতে বলা হয়, এ কে খন্দকারের ১৯৭১ : ভেতর বাইরে বইটির একটি অংশে মুজিব বাহিনীর কিছু সদস্য যুদ্ধের সময় লুটপাটে নেতৃত্ব দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে৷ বলা হয়েছে ওই বাহিনীর বেশিরভাগ সদস্যকে মুক্তিযুদ্ধের ময়দানে দেখা যায়নি৷ সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকার আওয়ামী লীগ নেতৃত্বাধীন গত মহাজোট সরকারের পরিকল্পনামন্ত্রী ছিলেন৷
চলতি মাসের শুরুর দিকে ১৯৭১ :ভেতরে বাইরে প্রকাশের পর সমালোচনা শুরু হয়৷বইটি নিষিদ্ধ করারও দাবি ওঠে জাতীয় সংসদে৷বইয়ে তিনি লিখেছেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ শেষ করেছিলেন জয় পাকিস্তান বলে৷ সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ এক বিবৃতিতে বলেছে,এ কে খন্দকারের ওই বক্তব্য বিভ্রান্তিকর৷