দৈনিকবার্তা-ঢাকা-১০ সেপ্টেম্বর, ২০১৪ : বিচারপতিদের অপসারণের আইন সংবিধানের ষোড়শ সংশোধনী বিল-২০১৪ পাস হওয়ার তিন মাসের মধ্যেই করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ মন্ত্রী আনিসুল হক৷ সংবিধান সংশোধনী বিলটি চলতি অধিবেশনেই পাস হবে বলে নিশ্চিত করেছেন তিনি৷
ষোড়শ সংবিধান সংশোধন বিল চলতি অধিবেশনে পাস হবে বলে নিশ্চিত করেন আইনমন্ত্রী আনিসুল হক৷ তিনি বলেন, বিলটি সংসদে পাস হওয়ার তিন মাসের মধ্যেই আইন করা হবে৷তবে এ বিষয়ে এখনি বিশেষজ্ঞ মতামত নেওয়া হবে না৷ যখন আইন করা হবে তখন বিশেষজ্ঞ কমিটির মতামত নেওয়া হবে, যোগ করেন আইনমন্ত্রী৷
বুধবার আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় আইনমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন৷মন্ত্রী বলেন, চলতি অধিবেশনেই বিলটি পাস করা হবে৷ তারপর ৯০ দিনের মধ্যে (তিন মাস) বিচারপতিদের অপসারণ বিষয়ক আইন পাস করা হবে৷ বিচারপতিদের অভিযোগ তদন্তের জন্য গঠিত কমিটি কেমন হবে- আইনে সে বিষয়টি স্পষ্ট থাকবে৷ বিশেষজ্ঞদের মতামতও তখনই গ্রহণ করা হবে৷
বিচার বিভাগের স্বাধীনতা সুরক্ষায় ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত সর্বদলীয় আইনজীবী ঐক্যপরিষদ এর প্রসঙ্গে আনিসুল হক বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে সবার মত প্রকাশের অধিকার আছে৷ কেউ যদি এ ধরনের কমিটি গঠন করে তা আইনের লঙ্ঘন হবে না৷
আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, সংবিধান সংশোধন বিষয়ে সংসদীয় কমিটিতে বিশেষজ্ঞদের ডাকা হচ্ছে না৷ তিনি বলেন, বিচারপতিদের অপসারণের জন্য যে আইন হবে সেই আইন করার সময় তাদের ডাকা হবে, মতামত নেওয়া হবে৷ তিন মাসের মধ্যে আইনটি করা হবে৷
বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে আট আইনজীবীর নাম প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, মত প্রকাশের স্বাধীনতা সবার আছে৷ তারা কমিটি করে কোনো আইন ভঙ্গ করেননি৷
এদিকে বেঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত ব্রিফিং করেন৷ সংবিধানের ষোড়শ সংশোধনী বিল-২০১৪ পাসের মাধ্যমে সুপ্রিমকোর্ট আরও সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেন তিনি৷সুরঞ্জিত বলেন, এ বিল পাসের মধ্য দিয়ে সুপ্রিমকোর্টের ভাবমূর্তি উজ্জ্বল ও জনমনে আস্থাশীল হবে৷ সুপ্রিমকোর্ট ও জাতীয় সংসদ একে অপরের পরিপূরক ও সম্পূরক৷ যারা এ দুটিকে মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে চাচ্ছেন তারা গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়৷ দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়৷
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- কমিটির সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, আব্দুল মতিন খসরু, জিয়াউল হক মৃধা, তালুকদার মো. ইউনুস ও সফুরা বেগম৷৭ সেপ্টেম্বর রোববার সংবিধানের ষোড়শ সংশোধনী বিল সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক৷ বিলের প্রস্তাবনায় ভুল থাকায় শেষ পর্যন্ত সংশোধিত আকারে বিলটি উত্থাপিত হয়৷