chatrodol_85102_0

দৈনিকবার্তা-ঢাকা, সেপ্টেম্বর ০৯: নেতাদের পরামর্শ নেওয়ার অংশ হিসেবে লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছেও পাঠানো হয়েছে একটি তালিকা
নতুন কমিটি গঠনের লক্ষ্যে ছাত্রদলের নেতাদের নামের তালিকা যাচাই-বাছাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতাদের ও দল সমর্থক শিক্ষক-সাংবাদিকদের পরামর্শ নিয়ে এ যাচাই-বাছাই প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছেন।ছাত্রদলের কমিটি হচ্ছে লন্ডনে

নেতাদের পরামর্শ নেওয়ার অংশ হিসেবে লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছেও পাঠানো হয়েছে একটি তালিকা। ছাত্রদলের নতুন কমিটির সম্ভাব্য নেতাদের নামের এ তালিকা যাচাই-বাছাই করে সুপারিশ আকারে আবার চেয়ারপারসনের কাছে পাঠাবেন তারেক। এদিকে নতুন কমিটিতে ঠাঁই পাওয়া নিয়ে ছাত্রদলের নেতাদের মধ্যে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। ফেসবুক, গণমাধ্যম ব্যবহার করে প্রতিযোগী নেতাদের চরিত্র হননের মতো ঘটনাও ঘটেছে। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে এ তথ্য।

বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী দৈনিকবার্তাকে বলেন, চেয়ারপারসন ছাত্রদলের নেতাদের সঙ্গে তিন দফা বৈঠক করেছেন। নতুন কমিটি ঘোষণার জন্য সম্ভাব্য নেতাদের তালিকা যাচাই-বাছাই করছেন তিনি। বর্তমান কমিটির মেয়াদও ইতিমধ্যে শেষ হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করবেন চেয়ারপারসন।

সূত্র জানিয়েছে, তরুণদের নিয়ে কমিটি গঠন করতে প্রায় সব মহল থেকেই পরামর্শ পেয়েছেন খালেদা জিয়া। তিনি নিজেও চান তরুণ ও প্রকৃত ছাত্ররাই আসুক ছাত্রদলের নেতৃত্বে। ছাত্রদলের নেতাদের সঙ্গে সর্বশেষ বৈঠকেও তিনি জানিয়ে দিয়েছেন, তরুণ, ত্যাগী ও সাহসীদের নিয়েই কমিটি গঠন করা হবে। আন্দোলন-সংগ্রামের বর্তমান প্রেক্ষাপটে কেন্দ্রীয় সভাপতি পদে অভিজ্ঞ কাউকে রাখার পরামর্শ দিয়েছেন নেতারা। তবে সন্তানের বাবা কাউকে কমিটিতে না রাখার সিদ্ধান্তে অনড় বিএনপি চেয়ারপারসন।এদিকে কমিটিতে ঠাঁই পাওয়ার জন্য একে অন্যের দোষ প্রচারে নেমেছেন ছাত্রদল নেতারা। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ির প্রতিযোগিতা শুরু হয়েছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিপক্ষের নানা দোষত্রুটি তুলে ধরছেন নেতারা। ছদ্ম নামে ফেসবুক আইডি খুলে প্রতিপক্ষ নেতার চরিত্রে কালিমা লেপন করছেন তারা। অপরিচিত ই-মেইল থেকে নিউজ আকারে ছাত্রদলের কোনো কোনো নেতার বদনামের ফিরিস্তি পাঠানো হচ্ছে সাংবাদিকদের কাছে। কে অর্থের বিনিময়ে কোন শাখা কমিটিতে অযোগ্যদের ঠাঁই দিয়েছে, কে বিবাহিত ও সন্তানের বাবা হয়েও ছাত্রদলে রয়েছেন এসব বিষয় উঠে আসছে ওই প্রচারে। একই সঙ্গে প্রচার করা হচ্ছে সংগঠনের কোন নেতা প্রতিপক্ষ রাজনৈতিক দলের কাছ থেকে অর্থ সাহায্য পেয়ে থাকেন তাও। এতে বিএনপির হাইকমান্ড বিব্রত, বিরক্ত ও ক্ষুব্ধ। এসব ঘটনাকে নোংরা প্রতিযোগিতা আখ্যা দিয়ে এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান ইতিমধ্যে বিষয়টি নিয়ে ছাত্রদল নেতাদের সতর্ক করে দিয়েছেন। চেয়ারপারসন যে বিষয়টিতে বিরক্ত, তা তিনি নেতাদের জানিয়ে দিয়েছেন।

সূত্র জানায়, ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহতের আন্দোলনে ছাত্রদলের দুর্বল ভূমিকায় খালেদা জিয়াসহ দলের নেতারা ক্ষুব্ধ। বিএনপি চেয়ারপারসন তার কাছের নেতাদের বলেছেন, ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠনটির অতীতের গৌরবময় ইতিহাস ভুলে গেছে। নেতৃত্বে পরিবর্তন এনে ছাত্র রাজনীতির অতীত গৌরব ফিরিয়ে আনতে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সূত্র জানিয়েছে, নতুন কমিটির বাছাইয়ের অংশ হিসেবে সম্ভাব্য নেতাদের একটি তালিকা লন্ডনে তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে। তবে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এ খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন।

ছাত্রদলের সঙ্গে সর্বশেষ বৈঠকে শিগগিরই নতুন কমিটি দেওয়া হবে বলে খালেদা জিয়া ঘোষণা দেওয়ার পর থেকেই নেতাদের দোষারোপের রাজনীতি শুরু হয়েছে। বিএনপি নেতাদের মতো ছাত্রদলের তৃণমূলের নেতাকর্মীরাও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন, পদের লোভে নিজেদের মধ্যে যে কুৎসা রটনার কাজে নেতারা ব্যস্ত রয়েছে, এটা ক্ষমতাসীনদের বিরুদ্ধে করলেও কাজে আসত।

তারা বলছেন, অবিবাহিত নেতাদেরকে বিবাহিত এমনকি একাধিক সন্তানের জনক হিসেবে তুলে ধরছে প্রতিপক্ষ কোনো নেতা। আবার নিষ্কলুষ কাউকে অর্থের বিনিময়ে কমিটি দেওয়ার সঙ্গে জড়িত বলে চিত্রিত করা হচ্ছে।

এ ব্যাপারে ছাত্রদলের সহ-সভাপতি শফি মোহাম্মদ খান সমকালকে বলেন, তিনি এখনও বিয়ে করেননি। কিন্তু অজ্ঞাতনামা কোনো ব্যক্তি তাকে বিবাহিত বলে তুলে ধরছে। ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনও একই অভিযোগ তুলে বলেন, বিয়ে না করলেও তাকে বিবাহিত বলে কেউ কেউ প্রচার করছে। ভিন্ন আদর্শের সংগঠনের সঙ্গে তার অন্তরঙ্গতা রয়েছে বলেও প্রচার করা হচ্ছে। ছাত্রদলের পাঠাগারবিষয়ক সম্পাদক মফিজুর রহমান আশিক বলেন, জীবনবাজি রেখে রাজপথে সংগ্রাম করলেও সেভাবে মূল্যায়ন করা হয়নি তাকে। কিন্তু পাঠাগার সম্পাদক পদে থেকে কোনোভাবেই কমিটি বাণিজ্য করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, তা সত্ত্বেও তার বিরুদ্ধে এ ধরনের দুর্নীতির অভিযোগ আনছে স্বার্থান্বেষী মহল।