দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল)-১০ সেপ্টেম্বর, ২০১৪ : বরিশালের গৌরনদীতে গতকাল বুধবার সকালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান করেছে র্যাব-৮ এর সদস্যরা৷ এসময় ওই কারখানা থেকে তিনটি পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ কারখানার মালিক সেলিম সেরনিয়াবতকে (৪৫) আটক করছে৷
এ ঘটনায় র্যাব বাদি হয়ে গৌরনদী থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করেছে৷র্যাব জানান, গৌরনদী পৌরসভার সুন্দরদী গ্রামের কাদের সেরনিয়াবাতের ছেলে সেলিম সেরনিয়াবাত টরকী বাসষ্ট্যান্ডে সেরনিয়াবত ওয়ার্কশফ এন্ড ইঞ্জিনিয়ারিং স্থাপন করে৷ ওই ওয়ার্কশপে দীর্ঘ দিন যাবত নানা ধরনের অস্ত্র তৈরি করে আসছে৷
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকাল ৮টায় র্যাব-৮ বরিশালের একটি টিম ওই ওয়ার্কশপে অভিযান চালায়৷ এ সময় তিনটি পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ ওয়ার্কশপের মালিক সেলিম সেরনিয়াবতকে আটক করে৷ র্যাবের ডিএডি এইচএম বেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন৷