অবিলম্বে শিমুলসহ সকল যৌন নিপীড়কদের গ্রেফতার ও দৃষ্টাত্মমূলক শাসত্মি চাই
দৈনিকবার্তা-ঢাকা : রাজধানীর খিলগাঁও থানার ছোট বটতলা এলাকার ৯ম শ্রেণির শিক্ষার্থী উম্মে কুলসুম ঋতুর মৃতু্যর ঘটনার প্রতিবাদে নিপীড়ক শিমুলসহ তার সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার মানববন্ধন করবে বিপস্নবী নারী সংহতি৷ বৃহস্পতিবার বিকাল ৫.০০ মিনিটে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে৷
মানববন্ধনে উপস্থিত থাকবেন বিপস্নবী নারী সংহতির সমন্বয়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামলী শীল, সংগঠনের সহ সমন্বয়ক ও বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতার লিমা, বিপস্নবী নারী সংহতির কেন্দ্রীয় সদস্য রেবেকা নীলা, অপরাজিতা দেব, জান্নাতুল মরিয়ম তানিয়া, আরিফা সুলতানা, কানিজ ফাতেমা মিথিলা, নাসরিন আকতার সুমিসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ৷
প্রেস বিবৃতিতে বিপস্নবী নারী সংহতির সমন্বয়ক ও সহ সমন্বয়ক বলেন, অবিলম্বে উম্মে কুলসুম ঋতুর মৃতু্যতে প্ররোচণাকারী যৌন নিপীড়ক শিমুল ও তার সহযোগীদের গ্রেফতার ও বিচার করে দৃষ্টানত্মমূলক শাসত্মি দিতে হবে৷ তারা আরও বলেন, পুরম্নষতান্ত্রিক রাষ্ট্র ও সরকার ব্যবস্থা নারীর মানুষের মতো বেঁচে থাকার ও চলাফেরার নিরাপত্তা দিতে পারছে না৷ তাই ঋতুর মতো শিক্ষাথীরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে৷
বর্তমান পণ্য ও পনর্্য সংস্কৃতির কারণে নারীরা আজ নিজ ঘরেও নিরাপদ নয়৷ দেশজুড়ে ভয়াবহ মাত্রায় বেড়ে চলেছে যৌন নিপীড়ন ও ধর্ষণ৷ এই সরকার ও প্রশাসন নারীর নিরাপত্তা বিধানে চরমভাবে ব্যর্থ হচ্ছে৷ ধর্ষক-নিপীড়কেরা সরকারি ক্ষমতার প্রভাব খাটিয়ে ও প্রশাসনের আশ্রয়-প্রশ্রয়ে ছাড়া পেয়ে যাচ্ছে৷ তাই অবিলম্বে যৌন নিপীড়ক ও ধর্ষকদের উপযুক্ত শাসত্মি নিশ্চিত এবং নারীর মানুষ হিসেবে বাঁচার অধিকার নিশ্চিত করতে হবে৷
বিবৃতিতে জাতীয় প্রেসক্লাবের সামনের নিপীড়ক শিমুলসহ তার সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিপস্নবী নারী সংহতির মানববন্ধনে সকলকে যোগদানের আহ্বান জানানো হয়৷ এছাড়া বিবৃতিতে পাড়ায়-মহলস্নায় নারী নিপীড়ন বিরোধী সেল গঠন ও জনগণকে ঐক্যবদ্ধ করে সারা দেশে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছে বিপস্নবী নারী সংহতি৷
বার্তা প্রেরক – আরিফা সুলতানা-সদস্য, বিপস্নবী নারী সংহতি