imagesদৈনিকবার্তা-ঢাকা, সেপ্টেম্বর ১০: আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র সফর করতে আগ্রহী বাংলাদেশিদের জন্য ‘কাস্টমার বান্ধব’ ভিসা আবেদন প্রক্রিয়া চালু করতে যাচ্ছে মার্কিন দূতাবাস। এ পদ্ধতিতে শুধুমাত্র সাক্ষাৎকারের তারিখ, ফি গ্রহণ ও ভিসা সংগ্রহ অন্তর্ভুক্ত থাকবে।

মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ঢাকাস্থ দূতাবাসে এ পদ্ধতি চালু করা হবে। এর উদ্দেশ্য হচ্ছে- ভিসা আবেদন ব্যবস্থা উন্নত করা।

বুধবার যুক্তরাষ্ট্রের কনস্যুলার বিষয়ক এক্টিং সেক্রেটারি অব স্টেট মাইকেল থরেন ঢাকা সফরকালে এ ঘোষণা দেন। প্রার্থীরা একটি নতুন কাস্টমার বান্ধব ওয়েবসাইটের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারবেন। ওয়েবসাইট হচ্ছে www.ustraveldocs.com/bd (তবে এটা এখনও চালু হয়নি)।

এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা ঘোষণা করে তিনি বলেন, অনলাইনে ভিসা আবেদন করার পর সকল বাংলাদেশি শিঘ্রই অনলাইনে বাংলা ও ইংরেজীতে সুস্পষ্ট নির্দেশনাসহ সাক্ষাৎকার গ্রহণের তারিখ জানতে পারবেন।