দৈনিকবার্তা-ঢাকা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সোমবার ইসলামিক স্টেটকে পরাসত্ম করতে একটি দীর্ঘস্থায়ী আনত্মর্জাতিক জোট গঠনের অঙ্গীকার করে বলেছেন, ইরাক ও সিরিয়ার ত্রাস জিহাদিদের উত্খাত করতে প্রায় প্রতিটি দেশেরই একটি ভূমিকা পালন করার আছে৷
ইসলামিক স্টেট বিরোধী ফ্রন্টকে সুসংহত করার মিশন নিয়ে দেশ ত্যাগের মাত্র কয়েক ঘন্টা আগে বক্তৃতাকালে জন কেরি সোমবার সম্মত হওয়া ইরাকের নতুন ও সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণমূলক মন্ত্রিসভার প্রশংসা করে বলেন, এটি যুদ্ধ-বিধ্বসত্ম দেশটির জন্য একটি ‘বিরাট মাইলফলক৷কেরি বলেন, ইরাকের নতুন মন্ত্রিসভায় বহু জাতি- গোষ্ঠীর সকলকে একতাবদ্ধ করার সম্ভাবনা রয়েছে৷আইএস-এর মোকাবেলায় গঠন হতে যাওয়া মার্কিন নেতৃত্বাধীন জোটে ৪০টির বেশি দেশ যোগ দিতে যাচ্ছে৷
কেরি বলেন, যে স্বপ্ন ও উদ্দেশ্যের বোধ ইরাকের নতুন সরকারটি গঠনে সহায়ক হয়েছে তা নিয়েই দেশ শাসন করার ইরাকি নেতৃবৃন্দের জন্য এখনই সময়৷জন কেরি প্রথমে আম্মান, পরে জর্দান এবং এরপর সৌদি আরবের জেদ্দা সফর করবেন৷ এর মধ্যে অন্য স্থানেও তার যাত্রাবিরতির সম্ভাবনা রয়েছে৷মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইরাকের নতুন প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির সঙ্গে কথা বলে তাকে অভিনন্দন জানিয়েছেন৷হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, এই অভিন্ন শত্রুর মোকাবেলায় ইরাকের সমর্থন জোরদার করতে প্রধানমন্ত্রী ইরাকের সকল সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে তার অঙ্গীকার ব্যক্ত করেছেন৷
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জন কেরি আইএসআইএল-এর হুমকি ও এর অশুভ প্রভাব নির্মূলে বিশ্বের প্রায় প্রতিটি দেশেরই ভূমিকা পালন করার আছে৷তিনি বলেন, কিছু দেশ প্রত্যক্ষ এবং প্রশিক্ষণ,অস্ত্র সরবরাহ, পরামর্শ ও সরঞ্জাম যোগানের মাধ্যমে সামরিক সহায়তা নিয়ে এগিয়ে আসবে৷
অন্য দেশগুলো আইএস-সৃষ্ট সংকটে আটকে পড়া বেসামরিক নাগরিকদের জন্য মানবিক ত্রাণ যোগান দেবে৷ এর জন্য তহবিল বন্ধে এবং ইরাক ও সিরিয়ার যুদ্ধক্ষেত্রে বিদেশী যোদ্ধার প্রবাহ রোধে সহায়তা করবে৷