দৈনিকবার্তা-ঢাকা, ৮সেপ্টেম্বর: বিচারপতিদের অভিশংসন আইন পরিবর্তন নিয়ে আইনমন্ত্রী জনগণকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷
তিনি বলেন, সরকার পরিবর্তন হলে সকল কালাকানুন আইন পরিবর্তন করা হবে৷ সোমবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি৷ এসময় দলের সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ছিলেন৷চলতি মাসের ৫ তারিখে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় তিনি আহত হন৷
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ সরকারের বিচারপতিদের অভিশংসনের আইন পরিবর্তন করার কোনো অধিকার নেই৷ এ সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না৷ সংসদে যারা আছেন তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি৷ এরা যদি বিচারকের অভিশংসনের আইন করে তা হবে আওয়ামী লীগের নিজস্ব বিচারিক ক্ষমতা৷
তিনি বলেন, এ সরকার জনবিচ্ছিন্ন হয়ে আইন পরিবর্তন করছে৷ সরকার পরিবর্তন হলে সকল কালাকানুন আইন পরির্তন করা হবে৷বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে যাওয়ার মানে আওয়ামী লীগের কাছেই চলে যাওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা সমাজ ও রাজনীতিকে দূষিত করে মানুষের জীবন কেড়ে নিচ্ছে৷ একের পর এক গুম করছে৷ তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে৷তিনি বলেন, বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে৷ ইসলামী মূল্যবোধ ধ্বংস হয়ে যাচ্ছে৷ অধিকার কেড়ে নেওয়া হচ্ছে৷ দেশের স্বাধীনতা আজ হুমকির সম্মুখীন৷
দেশে গণতন্ত্রের সকল স্বাভিবিক প্রক্রিয়া বন্ধ করে পরিবেশ সৃষ্টি করায় দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলার প্রতিক্রিয়ায় মির্জা আলমগীর বলেন, হামলা মামলা করে বিরোধী দলকে দমন করতে চাইছে সরকার৷ কিন্তু তারা সফল হবে না৷