index99দৈনিকবার্তা-ঢাকা,৮সেপ্টেম্বর: দশম সংসদের বিরোধীদল জাতীয় পার্টির সংসদীয় উপনেতা হচ্ছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। তিনি ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।

সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় সংসদীয় কমিটির বৈঠকে তাকে উপনেতা করার এ সিদ্ধান্ত নেয়া হয়। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের উপস্থিতিতে দলটির অন্যান্য সংসদ সদস্যরা এতে সম্মতি জানান।

কাজী ফিরোজ রশীদের কাছ থেকেই এ তথ্যটি নিশ্চিত হওয়া গেছে। বাংলামেইলকে তিনি বলেন, ‘আমি সংসদীয় উপনেতা হিসেবে মনোনীত হয়েছি। সবাই আমার ব্যাপারে এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর দায়িত্ব বিরোধীদলীয় চিফ হুইপের।’

জানা যায়, আকস্মিকভাবেই এ বৈঠক অনুষ্ঠিত হয়। আগে থেকে এ বৈঠক প্রসঙ্গে জানতেন না দলটির অনেক সংসদ সদস্য। বৈঠকের ঘণ্টাখানেক আগে সংসদে বিরোধীদলীয় নেতার কাযালয় থেকে সব সদস্যদের কাছে ফোন করে বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়।

বৈঠকে জাপার বেশিরভাগ সংসদ সদস্যরাই উপস্থিত থাকলেও চেয়ারম্যান এইচএম এরশাদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছিলেন অনুপস্থিত।